Koel Mallick Injury

শহরে খুনির সন্ধানে মিতিন, ডান হাতে চোট কোয়েলের! বন্ধ হল ছবির শুটিং

মিতিন মাসি সিরিজ়ের নতুন ছবির শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এখন কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

দেবপ্রিয় দত্ত মজুমদার

কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৩:০৬
Share:

কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন কোয়েল মল্লিক। ডান হাতে প্লাস্টার করাতে হল। রবিবার রাতে শুটিং করতে গিয়ে হাতে চোট পান তিনি। তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই এক্স রে করার পর হাতে আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। প্লাস্টার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। আনন্দবাজার অনলাইনকে কোয়েল বললেন, অরিন্দম শীলের ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর চরিত্রে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পাই। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা ও এক্সরে করার পর আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। আমার হাতে প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক বিকাশ কপূর জানিয়েছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব আমি।”

Advertisement

মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর শুটিং শুরু হয়েছে বেশ কিছু দিন হল। সেই ছবির শুটিংই চলছিল নেপালগঞ্জে। অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে ছিলেন বলিউড খ্যাত সুনীল রডরিগেজ। রবিবার রাতে শুটিং চলাকালীন দু’-দু’বার চোট লাগে কোয়েল মল্লিকের। সহ- অভিনেতার লাথি সজোরে তাঁর কব্জির কিছুটা উপরে প্রথম বার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েন কোয়েল। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবার একই জায়গায় চোট পান অভিনেত্রী। এর পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হাতও ফুলে যায় নিমেষে। দেরি না করে অভিনেত্রীকে সোজা নিয়ে আসা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে।

কোয়েলের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত।

অরিন্দম শীলের পরিচালনায় ‘একটি খুনির সন্ধানে মিতিন’-এর পুরো শুটিংই কলকাতা জুড়ে। মার্চ মাসের মাঝামাঝি শুরু হয়েছিল ছবির শুটিং। রবিবারের পর প্রায় ৭ দিনের শুটিং বাকি ছিল। জানা গিয়েছে, কোয়েল সুস্থ হওয়ার পরেই আবার শুরু হবে ছবির শুটিং।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন