Bilu Rakkhosh Movie Trailer

আসছে ‘বিলু রাক্ষস’, দেখুন ট্রেলার

বিলুর জার্নিকে পর্দায় ধরেছেন পরিচালক। কিন্তু কী ভাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৬:৪৮
Share:

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জয় ও কনীনিকা। ছবি: অ্যাডভার্বের সৌজন্যে।

গান ছিল তাঁর ছেলেবেলার ভালবাসা। গানকে সঙ্গী করেই বাঁচতে চেয়েছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন, শাহরুখকে সকলে কেন দেখতে চান? গোপন সত্যি বলল আব্রাম!

তিনি অর্থাত্ বিলু। তবে মধ্যবিত্ত পরিবার, সংসারের চাপ, একঘেয়ে চাকরি, স্ত্রী, সন্তানের দায়িত্ব তাঁকে সেই ভালবাসা থেকে অনেক দূরে নিয়ে যায়। মানিয়ে নিতে নিতে ক্লান্ত বিলু একদিন সব কিছু ছেড়ে গানকেই আঁকড়ে ধরে বাঁচতে চান। সেখান থেকেই নিজের সুখের সন্ধান শুরু করেন। শুরু করেন এক নতুন বোহেমিয়ান জীবন।

Advertisement

ঠিক এ ভাবেই ‘বিলু রাক্ষস’ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। বিলুর জার্নিকে পর্দায় ধরেছেন তিনি। তবে বিলু ফের সংসারেই ফিরে আসেন। কিন্তু কী ভাবে? সেটা জানতে গেলে হলে আপনাকে যেতেই হবে।

এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র প্রমুখ। ছবির গান খুব গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব সামলেছেন জয় সরকার। সম্প্রতি মুক্তি পেল এই ছবির ট্রেলার।

TRAILER_Bilu A Demon Within from Indrasis Acharya on Vimeo.

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement