Sudipa Chatterjee Birthday

‘ওঁর জন্যই…’, জন্মদিনে সুদীপার উদ্দেশে কী লিখলেন অভিনেতা রাহুল দেব বোস?

২৬ এপ্রিল সুদীপা চট্টোপাধ্যায়ের জন্মদিন। এই বিশেষ দিনে তাঁর জন্য কী লিখলেন অভিনেতা রাহুল দেব বসু?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:৩৯
Share:

কেন সুদীপার কাছে কৃতজ্ঞ রাহুল? ছবি: সংগৃহীত।

‘আমি কৃতজ্ঞ’, সুদীপা চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে ধন্যবাদ জানিয়ে বিশেষ পোস্ট করলেন রাহুল দেব বসু। সম্প্রতি ‘খাকি’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। রাহুলের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ছোট পর্দায়। রাহুলের অভিনীত ‘বাজল তোমার আলোর বেণু’ ধারাবাহিক ছিল সে সময়ের হিট মেগা। আর এই ধারাবাহিক তৈরি হয়েছিল সুদীপার তত্ত্বাবধানেই। তাই তাঁর কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবেন অভিনেতা। এ দিন নিজের ফেসবুকেও সুদীপার সঙ্গে একটি বিশেষ ছবি পোস্ট করেন রাহুল। কী লিখেছেন তিনি?

Advertisement

অভিনেতা লেখেন, “আপনারা যে এখন আমায় পর্দায় ‘হিরো’ হিসাবে দেখছেন সেটা শুধু এই মানুষটির জন্য। সুদীপাদি যে আমার মধ্যে কী দেখেছিল তা আমি এখনও নিজেই বুঝতে পারি না। সুদীপাদিই আমায় প্রথম হিরো হিসাবে কাজের সুযোগ করে দেন।” এই সুযোগ পাওয়ার জন্য রাহুল কৃতজ্ঞ। তাঁর এত দিনের অভিনয় জীবনে প্রতি পদক্ষেপে পাশে থেকেছেন সুদীপা। তাঁর জন্মদিনে আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। উল্লেখ্য, এই মুহূর্তে দেবাদৃতা বসুর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা। নিজেদের প্রেম নিয়েও কোনও লুকোছাপা নেই তাঁদের। বিভিন্ন অনুষ্ঠান বা ফিল্মি পার্টিতে হাতে হাত ধরে দেখা যায় তাঁদের। কবে বিয়ে করছেন তাঁরা? তা অবশ্য এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement