Ruosha Chatterjee

চার মাসের ছেলেকে নিয়ে শুটিং ফ্লোরে রূপসা, নতুন কাজ শুরু করলেন অভিনেত্রী

ছেলে হওয়ার পর থেকে এই দিনটির অপেক্ষাতেই ছিলেন রূপসা চট্টোপাধ্যায়। খুব বেশি দিন বিশ্রাম করার ইচ্ছা একেবারেই ছিল না তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৫ ১০:০৪
Share:

ছেলেকে নিয়েই শুটিং ফ্লোরে প্রথম দিন রূপসা। ছবি: সংগৃহীত।

২৬ জানুয়ারি পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তার পর থেকে ছেলেকে নিয়েই বেশির ভাগ সময় কাটছে তাঁর। সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন ভিডিয়োয় ছেলে-মায়ের রোজনামচা দেখতে পান দর্শক। অনেকেই রূপসার কাছে জানতে চেয়েছেন এখন কি কয়েক মাস মাতৃত্বকালীন ছুটি কাটাবেন তিনি? ভ্লগ করে সময় কাটাবেন নাকি শীঘ্রই ফিরবেন ফ্লোরে? তবে কিছু দিন আগে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছিলেন অভিনয়ই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শুধুই ভ্লগকে কোনও দিনই পেশা হিসাবে নেবেন না তিনি। তা হলে কবে কাজে ফিরবেন রূপসা?

Advertisement

খুব বেশি দিন বিরতি নিতে একেবারেই রাজি নন। তাই ছেলের চার মাসের মাথায় ফ্লোরে ফিরলেন অভিনেত্রী। একরত্তিকে নিয়েই শুটিং শুরু করলেন রূপসা। আবারও কি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “না কোনও ধারাবাহিক নয়, একটি নতুন ওয়েব সিরিজ়ের কাজ শুরু করেছি। বিশদে কিছু বলতে পারব না এই মুহূর্তে।” এই নতুন সিরিজ়ে নাকি অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে।

চার মাসের ছেলেকে নিয়েই শুটিংয়ে গিয়েছিলেন রূপসা। কারণ, এত ছোট ছেলে বাড়িতে রেখে আসা কঠিন। বাইরের খাবারও এখন সে খায় না। তবে মেয়ে আর নাতিকে সামলাতে ফ্লোরে হাজির রূপসার মা-ও। অন্ত্বঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। তখনও গোটা পরিবার উপস্থিত হয়েছিলেন তাঁর সঙ্গে। এখনও রূপসার একরত্তিকে সামলাতে মা যাচ্ছেন শুটিং ফ্লোরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement