Sanchari Mondal

১৫ বছরের স্বপ্ন সত্যি হল সঞ্চারীর! কোন কথা শোনালেন ‘বুলেট সরোজিনী’র অভিনেত্রী?

অভিনেত্রী সঞ্চারী মণ্ডল ছোটপর্দার আলোচিত অভিনেত্রী। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। এত বছর পরে নিজের কোন স্বপ্ন সত্যির কথা বললেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬
Share:

অভিনেত্রী সঞ্চারী মণ্ডল। ছবি: সংগৃহীত।

বাবা-মেয়ের গল্প বুনেছেন পরিচালক জিৎ চক্রবর্তী। নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। বিপরীতে কিরণ মজুমদার। নতুন ছবির কথা সবারই জানা। এই ছবির প্রযোজনাও জিৎই করছেন। বহু বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ইন্ডাস্ট্রিতে সেই যাত্রার কথা শোনাতে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল। জিৎ এবং সঞ্চারী একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করতেন।

Advertisement

প্রায় ১৫ বছর আগে ‘কাছের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করতেন তাঁরা। এত বছর পরে নিজের বন্ধুর প্রযোজনায় কাজ করছেন সঞ্চারী। ফলে খুবই উত্তেজিত অভিনেত্রী। সেই অনুভূতিই ভাগ করে নিলেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত।

সঞ্চারী লেখেন, “আজ একটু একটু করে আমাদের দেখা স্বপ্নগুলো সত্যি হচ্ছে। আজ আমার বন্ধু একাধারে প্রোডিউসার এবং পরিচালক। আমার মা আবারও আমার শুটিং ফ্লোরে, আমার এই বন্ধুর আবদারে। আজ আমার মায়ের সাহস আমার আর আমার বন্ধুর স্বপ্নপূরণ করেছে। আমি তার এই স্বপ্নপূরণে আজ সঙ্গে আছি। আমার বন্ধু জিৎ তো জিতলই, সঙ্গে আমরা সবাই জিতলাম। কারণ, আজ এই ইউনিটের সেই মানুষগুলোই আছে, যারা তখন আমাদের দিবাস্বপ্নে চোখের সামনে থাকত।”

Advertisement

প্রসঙ্গত, ছোটপর্দার দুঁদে খলনায়িকা হিসাবেই সঞ্চারীকে চেনেন দর্শক। তাঁকে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে শেষ দেখেছিলেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement