TRP Ratings

শীর্ষে অনড় ‘পরিণীতা’! ধারাবাহিকের টিআরপি তালিকায় প্রথম পাঁচে রইল কারা?

এ বারও উদয়প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকই রইল ধারাবাহিকের রেটিং তালিকার শীর্ষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০
Share:

টিআরপি তালিকার শীর্ষে ‘পরিণীতা’। ছবি: সংগৃহীত।

গত তিন সপ্তাহের ধারা বজায় থাকল এ বারও। ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষে রইল জ়ি বাংলার ‘পরিণীতা’। এ বারও উদয়প্রতাপ সিংহ এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকই রইল ধারাবাহিকের রেটিং তালিকার শীর্ষে। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮। গত সপ্তাহের চেয়ে নম্বর কমলেও, তালিকার শীর্ষে এখনও এটিই।

Advertisement

গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল জ়ি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থান থেকে নেমে এই সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা করে নিল ‘ফুলকি’। এই সপ্তাহে অভিষেক ও দিব্যাণী অভিনীত এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।

প্রথম তিনটি ধারাবাহিকই জ়ি বাংলার। অবশেষে চতুর্থ স্থানে জায়গা করতে পেরেছে ‘গীতা এলএলবি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। যৌথ ভাবে চতুর্থ স্থানে রয়েছে জ়ি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। টিআরপি তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫।

Advertisement

‘কথা’ ধারাবাহিক নিয়েও দর্শকের মধ্যে দেখা যায় বিশেষ আগ্রহ। তবে গত সপ্তাহ থেকে প্রথম পাঁচে জায়গা করতে পারছে না এই ধারাবাহিক। এই সপ্তাহেও ষষ্ঠ স্থানে এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৪। সপ্তম নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘উড়ান’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। অন্য দিকে ৫.৫ নম্বর নিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে আদৃত রায়ের ধারাবাহিক ‘মিত্তিরবাড়ি’। একই নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে ‘আনন্দী’। নবম স্থানে রয়েছে ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। এই সপ্তাহে এর প্রাপ্ত নম্বর ৫.২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement