Madhurima Chakraborty Is Hospitalized

হৃদ্‌যন্ত্রে সমস্যা! অসুস্থ হয়ে ফের হাসপাতালে অভিনেত্রী মধুরিমা, কী বলছেন চিকিৎসক?

সবে ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র শুটিং শেষ করেছেন। তার মধ্যে এমন কী ঘটল যে হাসপাতালে ভর্তি হতে হল ছোটপর্দার অভিনেত্রীকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৪:৪৫
Share:

অসুস্থ মধুরিমা চক্রবর্তীকে দেখতে এসেছিলেন চিকিৎসক-অভিনেতা বাসুদেব মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

ভাল নেই ছোটপর্দার চেনামুখ মধুরিমা চক্রবর্তী। খবর, ফের অসুস্থ তিনি। ফের হাসপাতালের বিছানায় বন্দি। সদ্য ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র শুটিং শেষ করলেন। তার মধ্যে এমন কী ঘটল যে রাতারাতি হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে?

Advertisement

খবর জেনে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। তিনি জানিয়েছেন, পেটে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। স্যালাইন চলছে। শরীর অত্যন্ত দুর্বল। এ প্রসঙ্গে চিকিৎসক প্রসূন মিত্র জানিয়েছেন, অভিনেত্রীর শরীরের যা অবস্থা, তাতে এখন স্যালাইন চলবে। হাসপাতাল থেকে এখনই ছুটি পাওয়ার প্রশ্ন নেই। মধুরিমা কী খেয়েছিলেন, যার থেকে এই সমস্যা? তিনি যদিও বুঝতে পারছেন না, কী কারণে পেটে সংক্রমণ তাঁর।

অভিনেত্রী পেটে সংক্রমণের কথা বললেও ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, একই সঙ্গে তিনি হৃদ্‌যন্ত্রের সমস্যাতেও ভুগছেন। হাসপাতালে ভর্তির সময় সংক্রমণের পাশাপাশি তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাতেও কষ্ট পাচ্ছিলেন। সেই চিকিৎসাও একই সঙ্গে চলছে। এই সমস্যার কারণে মধুরিমাকে হাসপাতালের এক হৃদ্‌রোগ বিশেষজ্ঞ দেখছেন। খবর, দুই ধরনের শারীরিক সমস্যা ভালই কাবু করেছে অভিনেত্রীকে। শোনা যাচ্ছে, বেশ কয়েক দিন এখনও তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement