ভয় নেই, ভাবনা আছে

জায়গা বিশেষে কমেডি স্থূল। তবে হরর ও কমেডির দু’চাকার বাইকে চড়ে একটা ভাবনাকে রূপ দেওয়ার যে চেষ্টা হয়েছে, তা নেহাত মন্দ নয়।

Advertisement

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ০০:১৭
Share:

ফিল্মের একটি দৃশ্য।

গত বছর ‘স্ত্রী’ ছবিটির অভাবনীয় সাফল্যের পরে হরর-কমেডি নামটার সঙ্গে অনেকেরই পরিচয় হয়ে গিয়েছে। এই জঁরের ছবিতে না হরর একা থাকে, না কমেডি। দু’টির সংমিশ্রণে ভারসাম্য থাকতে হবে। হরনাথ চক্রবর্তীর ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’-এ গা ছমছমে ভয়ের আবহ নেই। জায়গা বিশেষে কমেডি স্থূল। তবে হরর ও কমেডির দু’চাকার বাইকে চড়ে একটা ভাবনাকে রূপ দেওয়ার যে চেষ্টা হয়েছে, তা নেহাত মন্দ নয়।

Advertisement

ভূত-ভৌতিক-অতীত-বর্তমানকে এক সুতোয় বাঁধতে মার্ডার-মিস্ট্রির গল্প বুনেছেন পদ্মনাভ দাশগুপ্ত। পতঞ্জলির মতো ভূতঞ্জলি, ভোটের ভূত, মন্ত্রীর মুখে ‘বিরোধীদের ষড়যন্ত্র’-এর মতো টিপ্পনীও রয়েছে ছবিতে। হরনাথ কিন্তু অনীক দত্ত নন। ভূতেদের ভবিষ্যৎ নিয়ে তাঁর চিন্তা নেই। ভাল ও খারাপ ভূতেদের লড়াইয়ে ‘পোয়েটিক জাস্টিস’ দেখিয়ে তিনি ক্ষান্ত হয়েছেন। তাঁর ঘরানার অনুগত দর্শকের জন্য ‘বাইজি নাচ’ও রয়েছে, গল্পে যার একেবারেই প্রয়োজন ছিল না।

তবে এই গল্পে সারল্য রয়েছে। চেনা প্লটকে নতুন ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা রয়েছে। হরর-কমেডির মোড়কে সাম্প্রতিক সমাজ ও রাজনীতিকে ছুঁয়ে দেখার চেষ্টা আছে। যার জন্য পরিচালক ও তাঁর টিমের অভিবাদন প্রাপ্য। ভূতচক্রের সমস্যা সমাধানে তিন প্রধান চরিত্রে সোহম, গৌরব চক্রবর্তী ও বনি সেনগুপ্ত ভালই। তবে বাকিদের দশ গোলে টেক্কা দিয়েছেন গৌরব। তাঁর লুকেও নতুনত্ব। আর তাঁর অদ্ভুতুড়ে হাসি দর্শককে হাসতে বাধ্য করবেই। শ্রাবন্তীও ভাল। ঋতিকা সেনের অভিনয় অপরিণত ঠেকেছে। খল চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়, কৌশিক সেন জবরদস্ত।

Advertisement

ভূতচক্র প্রাইভেট লিমিটেড
পরিচালনা: হরনাথ চক্রবর্তী
অভিনয়: সোহম, বনি, গৌরব,
শ্রাবন্তী, ঋতিকা
৫.৫/১০

ব্যাকগ্রাউন্ড স্কোর মন্দ নয়। তবে দৃশ্যের মধ্যে গা ছমছমে ব্যাপার না থাকায় আবহ সঙ্গীতে তা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় তা অতিরিক্ত।

ছবির প্রথমার্ধ ভালই চলছিল। তবে গল্পের গোড়াতেই অমিতের (সোহম) ঠাকুরদার বাবার রহস্যভেদ তৈরি হওয়ার আগেই মুড ভেস্তে দিল। পরেও ইঞ্জিন ভালই চলছিল। আবার দ্বিতীয়ার্ধের গোড়ায় কিছুটা ঢিমে তাল। খুন ও অন্তর্ধানে‌র গল্পে সুমিত ও বরুণ নামে দুই চরিত্রের অবস্থানও শেষে স্পষ্ট হল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement