Bhumi Pednekar

নায়ক-নায়িকা দু’জনেই সমকামী, আসছে রাজকুমার ও ভূমির ‘বধাই দো’

অন্য সম্পর্কগুলির দিকে ফ্রেম ধরতে চাইছে বলিউড। ইংরেজিতে যাকে বলে ‘ল্যাভেন্ডার ম্যারেজ’, সেই নিয়ে বলিউডের মশলাদার ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ২২:১৯
Share:

রাজকুমার রাও ও ভূমি পেডনেকার।

অনেক তো হল তথাকথিত সম্পর্কের গল্প। এ বারে অন্য সম্পর্কগুলির দিকে ফ্রেম ধরতে চাইছে বলিউড। ইংরেজিতে যাকে বলে ‘ল্যাভেন্ডার ম্যারেজ’, সেই নিয়ে বলিউডের মশলাদার ছবি। এর মানে হল, বর ও কনে দু’জনেই সমকামী। কিন্তু সমাজের চোখরাঙানি এড়াতে দু’জন বিয়ে করেন। নিজেদের মধ্যে সেই বিষয়ে বোঝাপড়া থাকে। এই গল্পে মাতবে দর্শক। তার উপরে যদি অভিনেতা ও অভিনেত্রী চূড়ান্ত দক্ষ হন, তা হলে তো আর কথাই নেই। আসতে চলেছে ‘বধাই হো’-র সিক্যুয়েল ‘বধাই দো’।

Advertisement

রাজকুমার রাও এক জন পুলিশ আধিকারিক। তাঁর থানায় তিনি ছাড়া আর কোনও পুরুষ পুলিশকর্মী নেই। অন্য দিকে ভূমি পেডনেকার একটি স্কুলে শরীরচর্চার শিক্ষক। রাজকুমার পুরুষদের কামনা করেন, তাঁদের প্রেমে পড়েন। ভূমিও মহিলাদেরই কামনা করেন ও প্রেমে পড়েন। তাঁদের জোর করে বিয়ে দেওয়া হবে। আর তার পর? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত।

হর্ষবর্ধন কুলকারনি পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হবে জানুয়ারি মাস থেকে।

Advertisement

আরও পড়ুন: সারার ঠোঁটে চুমু এঁকে দিলেন বরুণ!

আরও পড়ুন: এই পাঁচটি ছবি নিয়েই টুইটারে তোলপাড়, কিন্তু কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement