Bollywood Controversy

দু’বছরের টানাপড়েনে ইতি, ধর্ষণের মামলায় ভূষণ কুমারকে ‘নির্দোষ’ ঘোষণা আদালতের

২০২১ সালের মাঝামাঝি সময়ে বলিউ়ডের নামজাদা প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের হয় এফআইআর। সেই মামলায় অবশেষে স্বস্তি পেলেন ‘অ্যানিম্যাল’-এর প্রযোজক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১৮:২৫
Share:

প্রযোজক ভূষণ কুমার। ছবি: সংগৃহীত।

প্রযোজনা সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক বছর ধরে ধর্ষণ করেছেন— বলিউডের নামজাদা ও প্রভাবশালী প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ তুলে ২০২১ সালে এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা। বছর দুয়েক পরে সেই মামলায় স্বস্তি পেলেন ভূষণ। যথোপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে ‘নির্দোষ’ ঘোষণা করল মুম্বই আদালত। খবর, ‘বি সামারি রিপোর্ট’-এর ভিত্তিতে বেকসুর খালাস পেয়েছেন ভূষণ।

Advertisement

২০২১ সালে ভূষণের বিরুদ্ধে অভিযোগ তোলেন, চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাঁকে প্রায় তিন বছর ধরে শারীরিক ভাবে হেনস্থা করেছেন ভূষণ। অভিযোগকারিণী আরও দাবি করেন, ক্রমাগত তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকিও দিতেন বলিউডের প্রযোজক। ২০২১ সালে ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের হয়। তার পর থেকেই আদালতে চলছে ওই মামলা। চলতি বছরের এপ্রিল মাসে ধর্ষণের মামলা প্রত্যাহার করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভূষণ। অভিযোগকারিণী নিজেও তাঁর অভিযোগ তুলে নিয়েছেন, সেই মর্মেই আদালতের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন প্রযোজক। তবে তখন বম্বে হাইকোর্টে তাঁর আবেদন গ্রাহ্য করা হয়নি। অবশেষে নভেম্বর মাসে ‘বি সামারি রিপোর্ট’-এর ভিত্তিতে রেহাই পেলেন ভূষণ। প্রসঙ্গত, ভূষণের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। এর আগে ২০১৮ সালে হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলন চলাকালীনও যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

উক্ত ‘বি সামারি রিপোর্ট’ অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সেই রিপোর্টই ৯ নভেম্বর অন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেওয়া হয় পুলিশের তরফে। সেই রিপোর্ট বিবেচনা করেই অবশেষে ভূষণকে নির্দোষ ঘোষণা করে আদালত। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত ছবি ‘অ্যানিম্যাল’। নতুন ছবি মুক্তির আগে আইনি জটিলতা কেটে যাওয়ায় স্বস্তিতে ভূষণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন