সলমনের প্রিয় আবদু বিপদে ছবি: সংগৃহীত।
সলমন খানের অত্যন্ত প্রিয় পাত্র তিনি। ‘বিগবস্ ১৬’-তে এসে নজর কেড়েছিলেন। অনুরাগীদের প্রিয় হয়ে উঠেছিলেন সহজেই। সেই আবদু রোজ়িকের বিরুদ্ধে বড় অভিযোগ— তিনি নাকি দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চুরি করেছেন। সেই অভিযোগে শনিবার আটক করা হয় আবদুকে। খবরটি প্রকাশ্যে আনে তাঁরই সহকারী দল। এ বার তারা আরও একটি বিবৃতি প্রকাশ করল।
আবদুর ভাবমূর্তি বজায় রাখতে তারা আইনি পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, “প্রথমত, ওঁকে গ্রেফতার করা হয়নি। কেবল আটক করেছিল পুলিশ। এর পরে আবদু ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এবং তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। দুবাইতে আজ তিনি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।”
বিবৃতিতে আরও লেখা হয়, “দ্বিতীয়ত সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে তা মোটেই ঠিক নয়। আবদু রোজ়িক ও তাঁর ভাবমূর্তিকে রক্ষা করতে আমরা আইনি পদক্ষেপ করব। ভারতের মানুষকে সঠিক তথ্য আমরা দেব। আমাদের উপর আস্থা রাখুন। এই বিষয়ে আমাদের অনেক কিছুই বলার আছে।”
‘আবদুকে গ্রেফতার করা হয়েছে’, এমন বেশ কয়েকটি প্রতিবেদনের প্রতিচ্ছবি নিজেই সংবাদমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাজিকিস্তানের গায়ক। এর সঙ্গে জুড়ে দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন। ভাগ করেছেন আরও একটি ছবি। তার পরেই আর একটি পোস্টে তিনি লিখেছেন, “আসল সত্য হল এটা।” সেখানে দেখা যাচ্ছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় হেঁটে যাচ্ছেন আবদু। মঞ্চের ঝলকও ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে ‘বিগবস্ ১৬’-র আরও এক প্রতিযোগী শিব ঠাকরের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। আবদু জানিয়েছিলেন, তিনি ভাইজান অর্থাৎ সলমনের ভক্ত। তাঁর নিজের একটি গানও রয়েছে ‘ছোটা ভাইজান’ নামে।