Bigg Boss 19

কেউ ৫ লক্ষ, কেউ ১৭ লক্ষ! ‘বিগ বস্‌’-এর ঘরের প্রতিযোগীরা সপ্তাহে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন?

ঝগড়া, মারামারি, কান্নাকাটি সবই হয় এই ঘরে, ক্যামেরার সামনে। তবে এর জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পান প্রতিযোগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৫
Share:

আকাশছোঁয়া পারিশ্রমিক কুনিকা, অমাল ও গৌরবদের। ছবি: সংগৃহীত।

‘বিগ বস্‌ ১৯’ নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় শোরগোল। প্রতি দিনই নানা নাটকীয়তা ধরা পড়ে ছোটপর্দার এই রিয়্যালিটি অনুষ্ঠানে। ঝগড়া, মারামারি, কান্নাকাটি — সবই হয় এই ঘরে, ক্যামেরার সামনে। তবে এর জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পান প্রতিযোগীরা। দেখে নেওয়া যাক, এ বার ‘বিগ বস্‌’-এর ঘরে কে কত পারিশ্রমিক পাচ্ছেন।

Advertisement

গৌরব খন্না: জানা যাচ্ছে, এই সিজ়নে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন ছোট পর্দার এই অভিনেতা। ‘অনুপমা’-খ্যাত অভিনেতা প্রতি সপ্তাহে ১৭.৫ লক্ষ টাকা করে পাচ্ছেন। অর্থাৎ দিনে গৌরবের পারিশ্রমিক ২.৫ লক্ষ।

অমাল মালিক: রিয়্যালিটি শোয়ে সবচেয়ে বেশি নজর কাড়ছেন তিনি। কখনও গান গেয়ে, কখনও কূটনৈতিক চাল দিয়ে, কখনও আবার তানিয়া মিত্তলের সঙ্গে রসায়নে। প্রতি সপ্তাহে গায়ক পাচ্ছেন ৮.৭৫ লক্ষ টাকা, অর্থাৎ দিনে ১.২৫ লক্ষ টাকা।

Advertisement

অশনূর কৌর: ‘পাটিয়ালা বেব্স’ নামে ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় এই অভিনেত্রী। প্রতি সপ্তাহে তিনি পাচ্ছেন ৬ লক্ষ টাকা।

অওয়েজ় দরবার: এই নৃত্য পরিচালকের অসংখ্য অনুরাগী সমাজমাধ্যমে। ইতিমধ্যেই বেশ কিছু উত্তপ্ত হাতাহাতির দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। প্রতি সপ্তাহে তিনি পাচ্ছেন ৬ লক্ষ টাকা।

বসীর আলি: এর আগে ‘স্‌প্লিট্‌সভিলা’ নামের একটি রিয়্যালিটি শো-এর বিজেতা তিনি। তাই সমাজমাধ্যমে রয়েছে তাঁর জনপ্রিয়তা। সপ্তাহে ৩-৬ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।

কুনিকা সদানন্দ: কুমার শানুর সঙ্গে সম্পর্কের জন্য বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী। এই রিয়্যালিটি শো-তেও নজর কাড়ছেন তিনি। সপ্তাহে ২-৪ লক্ষ টাকা পারিশ্রমিক তাঁর।

মৃদুল তিওয়ারি: নেটপ্রভাবী প্রতি সপ্তাহে পাচ্ছেন ৪-৬ লক্ষ টাকা।

জ়ীশান কাদরী: ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো গল্প তাঁর লেখা। বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন তিনি। জ়িশান প্রতি সপ্তাহে পাচ্ছেন ২-৫ লক্ষ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement