Aishwarya Rai Bachchan

ঐশ্বর্যা কেন মায়ের কাছে গিয়ে থাকেন? বিচ্ছেদ জল্পনার পরেও উঠছে প্রশ্ন! অবশেষে সত্য প্রকাশ্যে

প্রহ্লাদ জানিয়েছেন, তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা। এখনও বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা। নিজের মায়ের কাছে যান অন্য কারণে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬
Share:

কেন মায়ের কাছে গিয়ে থাকেন ঐশ্বর্যা? ছবি: সংগৃহীত।

গত বছর ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবরে সরগরম ছিল নেটপাড়া। তারকাদম্পতি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে ধীরে ধীরে নানা ভাবে বুঝিয়ে দিয়েছেন, বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ঐশ্বর্যা তা হলে কেন তাঁর মায়ের কাছে গিয়ে থাকেন? প্রশ্ন উঠেছে বার বার। উত্তর দিলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।

Advertisement

প্রহ্লাদ জানিয়েছেন, তিনি জানতেন বিচ্ছেদের খবর মিথ্যা। এখনও বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা। নিজের মায়ের কাছে যেতেন অন্য কারণে। বেশ কিছু দিন ধরে অসুস্থ ঐশ্বর্যার মা। তাই প্রতিদিনই মাকে দেখতে যেতেন তিনি।

ঐশ্বর্যার মায়ের প্রতিবেশী প্রহ্লাদ কক্কড়। তাই তিনি সবটা খুব কাছ থেকে দেখেছেন। প্রতিদিন কন্যা আরাধ্যাকে স্কুলে ছাড়তে যেতেন ঐশ্বর্যা। তার পরেই চলে যেতেন মায়ের কাছে। ফেরার সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরতেন। প্রহ্লাদ জানান, মায়ের সঙ্গে খুব ভাল সম্পর্ক ঐশ্বর্যার। তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনও গাফিলতি না হয়, সেই দিকে সতর্ক থাকেন তিনি।

Advertisement

শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যার। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ বলেন, “তাতে কীই-বা হয়েছে! ও এখনও ওই বাড়ির বৌ। এখনও ওর সংসার ওটা। আমি জানতাম, বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা। কারণ আমি জানতাম, ও মায়ের কাছে গিয়ে কেন থাকত।”

প্রহ্লাদ আরও বলেন, “আমি জানি, মাকে নিয়ে ওর চিন্তা হত। মাঝেমধ্যে অভিষেকও আসত ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে, ও কি আসত? এই জন্যই ওই সব গুজবে কোনও পাত্তা দিইনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement