PM Modi birthday

‘আমার মতো তরুণেরা আপনার শক্তি দেখে অবাক হয়ে যায়’, মোদীকে শুভেচ্ছায় ভরালেন শাহরুখ-আমির

শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রনৌত থেকে শুরু করে অনিল কপূর, সোনু সুদরা মোদীকে জন্মদিনের শুভেচ্ছায় ভরালেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৮
Share:

মোদীকে শুভেচ্ছায় ভরালেন শাহরুখ-আমির ছবি: সংগৃহীত।

৭৫ বছর বয়সে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই সারা দেশের মানুষের থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন তিনি। পিছিয়ে নেই বলিউডের তারকারাও। শাহরুখ খান, আমির খান, কঙ্গনা রনৌত থেকে শুরু করে অনিল কপূর, সোনু সুদরাও মোদীকে শুভেচ্ছায় ভরালেন এই দিন।

Advertisement

শাহরুখ এই দিন একটি ভিডিয়োর মাধ্যমে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি ‘কিং’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তার মাঝেই ভিডিয়োয় শাহরুখ বলেছেন, “আপনার নিয়মকানুন, পরিশ্রম ও দেশের প্রতি আপনার নিষ্ঠা আপনার যাত্রাপথেই ফুটে ওঠে। আমাদের মতো তরুণেরাও ৭৫ বছর বয়সে আপনার শক্তি ও উদ্যম থেকে অবাক হয়ে যায়। আমি প্রার্থনা করি, আপনি যেন সর্বদা এমন সুখী ও সুস্থ থাকেন।”

অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা প্রায়ই প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। এই দিন তিনি মোদীকে ‘সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যা দেন। আমির খানও একটি ভিডিয়োর মাধ্যমে লিখেছেন, “আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, স্যর। ভারতের জন্য আপনার অবদান সব সময়ে মনে রাখবে মানুষ। এই শুভ দিনে আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। এই ভাবেই যেন আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।”

Advertisement

অনিল কপূর সমাজমাধ্যমে লিখেছেন, “প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন। দীর্ঘায়ু হোন আপনি। দেশকে এই ভাবেই এগিয়ে নিয়ে চলুন আপনি। শুভ জন্মদিন, স্যর।”

অজয় দেবগনও মোদীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হন এই দিন। বিজয় দেবরকোন্ডা লিখেছেন, “আপনাকে শুভেচ্ছা। আপনি শক্তির কেন্দ্র। আপনি নিজের লক্ষ্যে সব সময়ে স্থির থাকেন। দীর্ঘায়ু হোন এবং সুস্থ থাকুন আপনি। আপনাকে আলিঙ্গন ও শ্রদ্ধা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement