Hardik Pandya

হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে বার বার! সত্যিই কি ক্রিকেটতারকার সঙ্গে সম্পর্কে ছিলেন এলি?

ব্যক্তিগত জীবনের জন্য একাধিক বার খবরে উঠে এসেছেন হার্দিক। একসময়ে জনসমক্ষে হার্দিক ও এলিকে একসঙ্গে দেখা গিয়েছিল। শুধু তা-ই নয়, বিদেশ ভ্রমণের সময়েও হার্দিকের সফরসঙ্গী হয়েছিলেন এলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৯:১৯
Share:

হার্দিকের সঙ্গে কি সত্যিই সম্পর্ক ছিল এলির? ছবি: সংগৃহীত।

আশিস চঞ্চলানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ‘বিগবস্‌’-খ্যাত অভিনেত্রী এলি আভরাম। তার পর থেকে চর্চায় উঠে আসছেন তিনি। একসময়ে হার্দিক পাণ্ড্যের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। সত্যিই কি ক্রিকেটতারকার সঙ্গে সম্পর্কে ছিলেন এলি?

Advertisement

ব্যক্তিগত জীবনের জন্য একাধিক বার খবরে উঠে এসেছেন হার্দিক। একসময়ে জনসমক্ষে হার্দিক ও এলিকে একসঙ্গে দেখা গিয়েছিল। শুধু তা-ই নয়, বিদেশ ভ্রমণের সময়েও হার্দিকের সফরসঙ্গী হয়েছিলেন এলি। তবে সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি তাঁরা কেউই।

হার্দিকের ভাই ক্রুনাল পাণ্ড্যের বিয়েতেও উপস্থিত ছিলেন এলি। ফলে তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও ঘনীভূত হয়েছিল। কিন্তু সেই সম্পর্কে বিচ্ছেদও হয়েছিল আড়ালে। ২০১৯ সালে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে ‘নারীবিদ্বেষী’ মন্তব্য করেছিলেন হার্দিক। মহিলাদের যৌনতার প্রতীক হিসাবে দেখেন বলেও অভিযোগ উঠেছিল হার্দিকের বিরুদ্ধে। সেই সময়ে ক্রিকেটতারকার মন্তব্যের নিন্দা করেছিলেন এলি। জানিয়েছিলেন, একসময়ে যে ভাবে হার্দিককে চিনতেন, তেমন আর নেই তিনি।

Advertisement

এর পরে জীবন এগোয় হার্দিকের। নাতাশা স্তানকোভিচের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। ২০২০ সালে বাগ্‌দান সেরেছিলেন তাঁরা। সেই সময়ে এলির একটি রহস্যময় পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছিল। এলি লিখেছিলেন, “এই বার নিজের দেবদূত নিজেই হয়ে ওঠো।” তবে কেন এই পোস্ট, তা কখনওই খোলসা করেননি এলি। তবে দাবি করেছিলেন, এর সঙ্গে হার্দিকের কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য, হার্দিক ও নাতাশাও আর একসঙ্গে নেই। গত বছর বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন তাঁরা। একমাত্র পুত্র অগস্ত্যকে নিয়ে জীবন কাটাচ্ছেন নাতাশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement