Entertainment News

বার্থ ডে গার্ল সুনিধি চৌহান সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

১৯৮৩ সালে দিল্লিতে জন্ম সুনিধি চৌহানের। আজ তাঁর ৩৩ তম জন্মদিন। রিয়্যালিটি শো থেকেই বলিউডের মেলোডি কুইনের উত্থান। সুনিধিকে নিয়ে এই তথ্যগুলো আপনি জানেন তো?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৩:২৬
Share:
০১ ০৬

১৯৯৬ সালে ‘মেরি আওয়াজ শুনো’ নামের একটি রিয়্যালিটি শো’তে চ্যাম্পিয়ন হয়েছিলেন সুনিধি চৌহান। সেই বছরই সুনীল শেট্টির ‘শাস্ত্র’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন ১৩ বছরের সুনিধি।

০২ ০৬

‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এর পর এখনও ২১ বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি।

Advertisement
০৩ ০৬

২০১০-এ আন্তর্জাতিক গানের জগতেও পাড়ি দিয়েছেন সুনিধি। ফরাসি পপস্টার এনরিকে ইগলেশিয়াসের সঙ্গে ‘হার্টবিট’ অ্যালবামে গান করেছেন সুনিধি।

০৪ ০৬

ভার্সেটাইল গায়িকা সুনিধি হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পঞ্জাবি, কন্নড়, মরাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর সঙ্গেও গান গেয়েছেন তিনি।

০৫ ০৬

গানের সঙ্গে অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাঁকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পল’, ‘ভূত’, ‘খুবসুরত’ সেগুলির অন্যতম।

০৬ ০৬

সুনিধি গায়িকার পাশাপাশি এক জন ফ্যাশন আইকনও। ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পেও হেঁটেছেন গায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement