Bobby Deol on Friendship with Rani and Preity

ঝগড়া দিয়ে শুরু! পরে তাঁরাই প্রাণের প্রিয় বন্ধু হয়ে ওঠেন, রানি-প্রীতির সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে অকপট ববি

বলিউডে রানি ও প্রীতিই একমাত্র ববির সবচেয়ে কাছের বন্ধু, তাঁরাই কঠিন সময়েও পাশে থেকেছেন। নিজেই সে কথা জানালেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১২:৩৪
Share:

রানি ও প্রীতির সঙ্গে কী ভাবে বন্ধুত্ব গড়ে ওঠে ববির। ছবি: সংগৃহীত।

বলিউডে তিন দশক পার করে ফেলেছেন ববি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রীতি জ়িন্টা ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে গভীর বন্ধুত্বের কথা জানালেন ববি। কী ভাবে শুরু হয়েছিল বন্ধুত্ব? জানালেন সেই কাহিনিও।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “প্রত্যেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। যাঁদের সঙ্গেই আমি কাজ করেছি, প্রত্যেকের সঙ্গেই আমার সম্পর্ক ভাল। প্রীতি ও রানির খুব ঘনিষ্ঠ আমি। আমি প্রীতিকে মজা করে এখনও প্রীতম সিংহ বলেই ডাকি। গত বছর নিজের নাম নিয়ে এই ধোঁয়াশা কাটাতে সমাজমাধ্যমে পোস্ট করতে হয়েছিল ওঁকে।”

এই প্রসঙ্গে ববি আরও বলেন, “কিছু একটা নিয়ে ঝগড়ার মাধ্যমে আমাদের কথা শুরু হয়। আমার মনে হয় ওতেই আমাদের মধ্যে জড়তা কাটে এবং ধীরে ধীরে আমরা ভাল বন্ধু হয়ে উঠি। ‘বিচ্ছূ’ ছবিতে কাজ করার সময়, রানির সঙ্গেও আমার ঝগড়া হয়েছিল। তার পর আমরাও ভাল বন্ধু হয়ে উঠি।”

Advertisement

বলিউডে রানি ও প্রীতিই একমাত্র ববির সবচেয়ে কাছের বন্ধু, তাঁরাই কঠিন সময়েও পাশে থেকেছেন। নিজেই সে কথা জানালেন অভিনেতা। কাজের ক্ষেত্রে, ববিকে সম্প্রতি দেখা গিয়েছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস্ অফ বলিউড’ সিরিজ়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement