Aamir Khan

রাজা রঘুবংশী ও সোনমের ঘটনায় মন দিয়েছেন! সব ছেড়ে আমির কি মেঘালয় কাণ্ড নিয়ে ছবি বানাবেন?

মেঘালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসার পরে শিউরে উঠেছিল মানুষ। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমির খান এই ঘটনার খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৪:৪০
Share:

রাজা-সোনমকে নিয়ে আমিরের ছবি! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘লাল সিংহ চড্ডা’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তার পরে দীর্ঘ বিরতিতে ছিলেন আমির খান। অবশেষে তাঁর ছবি ‘সিতারে জ‌মিন পর’ সফল। বহু বছর পর প্রশংসা পাচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। এ বার সত্য ঘটনা অবলম্বনে ছবি তৈরি করবেন তিনি। মেঘালয় কাণ্ড অর্থা‌ৎ রাজা রঘুবংশী ও সোনম-এর ঘটনা নিয়ে নাকি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন আমির। এ বার কি তাঁর ছবিতে ধরা দেবে এই সত্য ঘটনা? বি-টাউনের অন্দরে এই জল্পনাই চলছে।

Advertisement

মেঘালয়ের এই ঘটনা প্রকাশ্যে আসার পরে শিউরে উঠেছিল মানুষ। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমির খান এই ঘটনার খুঁটিনাটি নিয়ে পড়াশোনা করছেন। ঘনিষ্ঠমহলে এই ঘটনা নিয়ে বিশদে আলোচনা করেছেন। আমির খানের সহযোগীরা এই ঘটনা নিয়ে গবেষণা করছেন।

তাই অনুমান, এই ঘটনা নিয়ে ছবি করার কথা ভাবছেন আমির। তবে এই ছবিতে তিনি নিজেই অভিনয় করবেন, না কি স্ৰেফ প্রযোজকের ভূমিকা পালন করবেন তা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই নাকি জানা যাবে, এই ছবিতে কারা অভিনয় করবেন।

Advertisement

গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়েছিল। তার পর তাঁরা ১৯ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান। ২৩ মে রাজা এবং সোনম নিখোঁজ হয়ে যান। ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। রাজাকে খুনের অভিযোগে ৯ জুন গ্রেফতার করা হয় সোনম, তাঁর প্রেমিক এবং তিন ভাড়াটে খুনিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement