Anupam Kher

ভারত-পাক উত্তেজনার মধ্যেই দেশ ছাড়ছেন অনুপম খের! চোখের জলে রেখে গেলেন বার্তা

নিজের অভিনয় জীবনের কথা তুলে এনে তিনি দেশের কথা শুরু করেন। তাঁর দাবি, ‘ত্রিবর্ণরঞ্জিত পতাকা’, ‘ভারতমাতার জয়’ ইত্যাদি শব্দ বন্ধ তাঁকে আবেগপ্রবণ করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৮:২৬
Share:

দেশ ছাড়ছেন বলিউড অভিনেতা অনুপম খের। ছবি: সংগৃহীত।

এপ্রিল মাসের জঙ্গিহানার পর থেকেই উত্তপ্ত দেশের পরিস্থিতি। ভারত-পাক উত্তেজনার মধ্যেই দেশ ছেড়ে চললেন বলিউড অভিনেতা অনুপম খের। কিন্তু যেতে যেতেও রেখে গেলেন বিশেষ বার্তা। অশ্রুসজল অনুপমের সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

ভিডিয়োর ক্যাপশনে অনুপম লিখেছেন, “দেশই একমাত্র মানসিক শক্তি জোগাতে পারে। এই যেমন, আমার মন খারাপ লাগছিল, তাই ভাবলাম, আপনাদের সঙ্গে দুটো মনের কথা বলি। ভাবিনি ভিডিয়োটা অনেক বড় হয়ে যাবে। আপনাদের মনে হলে পুরো ভিডিয়োটি দেখতে পারেন।” সত্যিই প্রায় ৯ মিনিটের ভিডিয়ো ভাগ করেছেন অনুপম খের। বলেছেন, “যখনই মন খারাপ লাগে তখনই আমি ভাবি কোথা থেকে শুরু করেছিলাম আর এখন আমি কোথায়। এতে আমি শক্তি পাই। আমি অনুভব করতে পারি, আমার দেশের থেকে মাত্র ৮ বছরের ছোট আমি। ভারতের জন্ম ১৯৪৭ সালের ১৫ অগস্ট, আমার ১৯৫৫ সালের ৭ মার্চ। আমরা যেন ভাইবোনের মতো।”

নিজের অভিনয় জীবনের কথা তুলে এনে তিনি দেশের কথা শুরু করেন। তাঁর দাবি, ‘ত্রিবর্ণরঞ্জিত পতাকা’, ‘ভারতমাতার জয়’ ইত্যাদি শব্দ বন্ধ তাঁকে আবেগপ্রবণ করে। শুধু তিনি নন, সমস্ত ভারতবাসী এই সব শব্দবন্ধ উচ্চারণের পর আবেগী হয়ে পড়েন। তিনি বলেন, “আমরা আমাদের বেশ কিছু বীর সেনাকে হারিয়েছি সম্প্রতি। তাঁদের পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁদের যন্ত্রণার কথা ভাবলে নিজের কষ্ট অনেক ছোট বলে মনে হবে।” অনুপম দাবি করেন, হয়তো বয়সের কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, তবে তিনি অন্তরে একজন নির্ভীক মানুষ। অভিনেতার ভিডিয়ো দেখে তাঁর অনুরাগীরাও আপ্লুত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন।

Advertisement

কিন্তু দেশ ছেড়ে কোথায় যাচ্ছেন অনুপম? আসলে আগামী ১৩ মে কান চলচ্চিত্রোৎসবে তাঁর ছবি ‘তণ্বী দ্য গ্রেট’-এর বিশেষ প্রদর্শন। অনুপম বুঝিয়ে দিয়েছেন, তাঁর পরিচালিত এই ছবির সাফল্য যতটা আনন্দ দিয়েছে, তার থেকে বেশি তিনি ভাবিত দেশের পরিস্থিতি নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement