Manoj Joshi

মোদীর বায়োপিকে অমিত শাহের চরিত্রে কে অভিনয় করছেন জানেন?

বলিউড এখন বায়োপিক-ময়। এ বার বায়োপিক ট্রেন্ডে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বায়োপিকে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০১
Share:

অমিত শাহ। ছবি: পিটিআই

বলিউড এখন বায়োপিক-ময়। এ বার বায়োপিক ট্রেন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বায়োপিকে নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়।

Advertisement

এ বার সামনে এল নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের চরিত্রের ফার্স্ট লুক। এই চরিত্রে কে অভিনয় করছেন জানেন?

অমিত শাহের চরিত্রে অভিনয় করছেন মনোজ জোশী। অমিত শাহের চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। লুকস দেখে প্রত্যেকেই বলছেন, মনোজকে দিব্যি মানিয়েছে অমিত শাহের চরিত্রে।

Advertisement

আরও পড়ুন: আপাতত প্রশ্ন শেষ, আজই কলকাতায় ফিরছেন রাজীব কুমার, ডাকা হতে পারে ফের​

মোদীর জীবনের উপর সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক উমঙ্গ কুমার।

শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ওপর তৈরি ছবির ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরগরম টিনসেল টাউন থেকে জাতীয় রাজনীতি।

আরও পড়ুন: আজ দিল্লিতে বিরোধীদের ধর্নায় মমতা-সহ তিন মুখ্যমন্ত্রী, রাহুলকে নিয়ে জল্পনা তুঙ্গে

মনোজ বলেন, অমিতের চরিত্রের অফার আসায় প্রথমেই তিনি হ্যাঁ বলেন। কারণ এটা একটা জরুরি চরিত্র এই বায়োপিকে। প্রযোজক সন্দীপ সিংহও বলেন, মনোজই উপযুক্ত লোক এই চরিত্রের ক্ষেত্রে।

অমিত শাহের চরিত্রে অভিনয় করছেন মনোজ জোশী। ছবি টুইটার থেকে নেওয়া

এর আগে বিবাহ, ভুলভুলাইয়া, হাঙ্গামা, হালচালের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

নরেন্দ্র মোদীর বায়োপিকে বিবেক ও মনোজ ছাড়াও রয়েছেন বোমান ইরানি, জারিনা ওয়াহাব, সুরেশ ওবেরয়, বরখা বিস্ত, দর্শন কুমার-সহ আরও অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement