Ranveer Allahbadia controversy

‘ভাইরাল এখন যে কেউ হতে পারে, ঠিক অসুখের মতো’, রণবীরকে একহাত নিলেন পঙ্কজ ত্রিপাঠী?

পঙ্কজ মনে করেন, কোনও বিষয়ের উপর বাধা-নিষেধ নেই মানেই যা খুশি বলা যায় না। বিখ্যাত হওয়ার পরে কি মানুষের মধ্যে থেকে সংবেদনশীলতা কমতে থাকে? প্রশ্ন তোলেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২
Share:

রণবীরকে নিয়ে কী বললেন পঙ্কজ! ছবি: সংগৃহীত।

একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার দিকে। ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠান থেকে বিতর্কের সূত্রপাত। ইউটিউবার হিসাবে পরিচিত রণবীর। কিন্তু এই অনুষ্ঠানে এক প্রতিযোগীকে তিনি বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের কারণেই বিতর্কে জড়িয়েছেন রণবীর। এ বার এই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন পঙ্কজ ত্রিপাঠী।

Advertisement

পঙ্কজ মনে করেন, কোনও বিষয়ের উপর বাধা-নিষেধ নেই মানেই যা খুশি বলা যায় না। বিখ্যাত হওয়ার পরে কি মানুষের মধ্যে থেকে সংবেদনশীলতা কমতে থাকে? প্রশ্ন তোলেন অভিনেতা।

সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, “ইন্টারনেটের সাহায্যে মানুষ দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। হঠাৎই তারা যশ ও খ্যাতি পায়। কিন্তু সংবেদনশীলতা কোথায়? ওদের কি যথেষ্ট বুদ্ধিমত্তা রয়েছে? কোনও বাধা নেই বলেই বিনোদনের নামে কি যা খুশি বলে দেওয়া যায়? দেখুন, আপনি অপশব্দ বলে মজা পেতেই পারেন। কিন্তু এই ধরনের কথা বলে গর্ববোধ করা মোটেও ঠিক নয়।”

Advertisement

তবে এই ধরনের বিষয়ে খুব একটা গুরুত্ব দিতে নিষেধ করেছেন পঙ্কজ। অভিনেতার কথায়, “এই সব বিষয়কে বেশি গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। যে কেউ আজকের দিনে ভাইরাল হতেই পারে। ঠিক যেমন ভাইরাল অসুখ হয় তেমনই। কয়েক দিনের জন্য এই সব নিয়ে চর্চা হয়। তার পরে সবাই যে যার মতো এগিয়ে যায়। কে ঠিক, কে ভুল এই নিয়ে আমি তর্কে যাচ্ছি না। কিন্তু যদি আপনার কথার প্রভাব মানুষ বা সমাজের উপর পড়ে, তা হলে সেই দায়িত্ব তো আপনাকেই তুলে নিতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement