Shahid Kapoor-Kareena Kapoor Khan

প্রাক্তন করিনার সঙ্গে খোলা মঞ্চে আলিঙ্গন! শাহিদ বললেন, ‘প্রায়ই তো আমাদের দেখা হয়’

শেষ দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘জব উই মেট’ ছবিতে। তার পর থেকে প্রায় মুখ দেখাদেখি নেই। একই অনুষ্ঠানে থাকলেও পরস্পরকে এড়িয়ে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৪:৩৭
Share:

করিনা কপূর খানের সঙ্গে হঠাৎ দেখা নিয়ে কী বললেন শাহিদ? ছবি: সংগৃহীত।

রেলগাড়ির কামরায় নয়, তবে এক অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ দেখা করিনা কপূর খান ও শাহিদ কপূরের। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছেয়ে গিয়েছে। প্রাক্তন তারকা যুগলের অভিব্যক্তি দেখে অনুরাগীদের অনুমান, মুখোমুখি হয়ে প্রথমে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন তাঁরা। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু সামনে তাক করা অজস্র ক্যামেরা। তাই পরিস্থিতি সামাল দিতে কথা বলা ও পরস্পরকে আলিঙ্গন করার বিষয়ে উদ্যোগী হন করিনাই। ফেরাননি শাহিদ।

Advertisement

শেষ দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘জব উই মেট’ ছবিতে। তার পর থেকে দু’জনের প্রায় মুখ দেখাদেখিও নেই। একই অনুষ্ঠানে থাকলেও পরস্পরকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু শনিবারের অনুষ্ঠানে আর তা হল না। মুখোমুখি হয়ে যাওয়ায় এড়িয়ে যাওয়ারও উপায় ছিল না। অগত্যা হাসিমুখে বাক্যবিনিময় করেছেন তাঁরা। তবে ‘আদিত্য’ ও ‘গীত’কে ফের একসঙ্গে দেখতে পেয়ে খুশি অনুরাগীরা। কিন্তু অনেকেরই মনে হয়েছে, এই সাক্ষাৎ কেবলই ক্যামেরার সামনে সৌজন্য বজায় রাখার জন্য। এই বিষয় সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন শাহিদ কপূর।

এই পুনর্মিলন নিয়ে শাহিদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের জন্য এটা নতুন কিছুই নয়। আজ মঞ্চে দেখা হয়ে গিয়েছিল। অন্য সময়, এ দিক-ও দিক দেখা হয়ে যায়। আমাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। মানুষের ভাল লেগে থাকলে নিশ্চয়ই ভালই হবে।” শাহিদের বক্তব্য, তারকাখচিত অনুষ্ঠানে এমন দেখা হয়ে যায়। তখন কথা বলাটা খুব স্বাভাবিক বিষয়।

Advertisement

২০০০ সালে শাহিদ ও করিনা সম্পর্কে ছিলেন। ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো ছবিতেও তাঁদের রসায়ন দেখা গিয়েছিল। পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement