bollywood celebrities

জন, ফাতিমা, রজতদের বিশ্বাস নেই ঈশ্বরে! বলিউডের এই আট তারকা নিজেদের নাস্তিক বলে দাবি করেন কেন?

এমন মানুষ রয়েছেন যাঁরা কোনও ধর্ম বা আধ্যাত্মিকতা মানেন না। বলিউডেও এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যাঁরা নিজেদের নাস্তিক বলে দাবি করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১১:১৯
Share:

জন, ফাতিমা, রজতের ঈশ্বরে বিশ্বাস নেই! ছবি: সংগৃহীত।

কথায় আছে ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’। ঈশ্বর বিশ্বাসের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য বলে মনে করা হয়। কেউ কেউ আবার বিশ্বাস করেন, শক্তির অস্তিত্ব রয়েছে। কিন্তু তাঁরা ধর্মে বিশ্বাসী নন। অনেকে আবার ঈশ্বর, আধ্যাত্মিকতা, ধর্মে ডুবে থাকেন। তবে এমন মানুষও রয়েছেন যাঁরা শুধুই যুক্তি ও বিজ্ঞানে বিশ্বাসী। তাঁরা কোনও ধর্ম বা আধ্যাত্মিকতা মানেন না। বলিউডেও এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যাঁরা নিজেদের নাস্তিক বলে দাবি করেন।

Advertisement

১) জন আব্রাহাম: মাত্র চার বছর বয়সেই জনকে তাঁর বাবা শিখিয়ে দিয়েছিলেন, ভাল মানুষ হওয়ার জন্য মন্দিরে গিয়ে পুজো করার প্রয়োজন নেই। তাই কখনওই কোনও ধর্মীয় আচারে মন দেননি তিনি। তবে আধ্যাত্মিকতায় বিশ্বাস রয়েছে জনের। কিন্তু সেখানে কোনও ধর্মের প্রভাব নেই।

২) ফাতিমা সানা শেখ: নিজেকে নাস্তিক হিসাবে ঘোষণা করেছেন অভিনেত্রী। তবে কর্মফলে বিশ্বাস করেন তিনি। ইসলাম ধর্মাবলম্বী হলেও কোনও রকমের ধর্মীয় আচারে যোগ দেন না ফাতিমা।

Advertisement

৩) রাহুল বসু: অভিনেতা নিজেই জানিয়েছেন, তাঁর ঈশ্বরে বিশ্বাস নেই। তিনি নাস্তিক। তবে সেই সঙ্গে এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন, যাঁরা ঈশ্বরে বিশ্বাস করেন, তাঁদের প্রতি তাঁর কোনও অশ্রদ্ধাও নেই।

৪) রামগোপাল বর্মা: ‘ভূত’ ও ‘বাস্তুশাস্ত্র’র মতো ছবি তৈরি করেছেন। কিন্তু নিজেকে নাস্তিক বলেই ঘোষণা করেছেন। কোনও দিন আস্তিক ছিলেন কি না, তা মনে করে বলতে পারেন না। বিজ্ঞান ও যুক্তি ছাড়া অন্য কিছু বিশ্বাস করেন না তিনি।

৫) ইলিয়ানা ডি’ক্রুজ়: উইকিপিডিয়া অনুযায়ী ইলিয়ানা নিজেকে নাস্তিক ঘোষণা করেছেন। কখনও কোনও ধর্মীয় স্থানেও তাঁকে যেতে দেখা যায়নি।

৬) ফারহান আখতার: অভিনেতার বাবা, অর্থাৎ জাভেদ আখতারও ঘোষিত নাস্তিক। একই পথে হেঁটেছেন ফারহানও। কোনও রকমের ধর্মীয় বিশ্বাস নেই তাঁর। পরিবারেও কখনও ধর্মীয় আচার দেখেননি বলে জানিয়েছেন ফারহান।

৭) অমোল পালেকার: এক সাক্ষাৎকারে ঘোষণা করেছিলেন, তিনি সম্পূর্ণ ভাবে নাস্তিক। কোনও রকমের অতিলৌকিক বিষয়ের উপর তাঁর কোনও বিশ্বাস নেই।

৮) রজত কপূর: এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ঈশ্বর ধারণাটাই মানুষের তৈরি করা। মানুষ তার নিজের সুবিধার্থেই এই ধারণার জন্ম দিয়েছে। ঈশ্বরের নামে মানুষ যুগের পর যুগ ধরে লড়াই করেছে। ঈশ্বর, স্বর্গ ও নরক কোনও কিছুতেই বিশ্বাসী নন রজত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement