Vivaan on Naseeruddin

নাসিরুদ্দিন কি নাস্তিক? মুখ খুললেন পুত্র! কেন বিশেষ সময়ে অজমের শরিফ যেতেন, জানালেন বিবান

ঈশ্বর আছেন, না কি নেই? এই দুই প্রশ্নের মধ্যে একটা ক্ষেত্র থাকে। সেখানেই হয়তো বিচরণ করে নাসিরুদ্দিনের ভাবনা। মনে করেন তাঁর পুত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:০৭
Share:

নাসিরুদ্দিনের আধ্যাত্মিকতা নিয়ে বললেন বিবান! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিভিন্ন বিষয়ে নিজের মত স্পষ্ট ব্যক্ত করেন নাসিরুদ্দিন শাহ। সে কারণে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। বিশেষত, ধর্মীয় বিষয়ে মুখ খোলায় তাঁকে একাধিক বার সমালোচিত হতে হয়েছে। বর্ষীয়ান অভিনেতা কি নাস্তিক? এ বার এই প্রসঙ্গে উত্তর দিলেন তাঁর পুত্র তথা অভিনেতা বিবান শাহ।

Advertisement

বিবানের স্পষ্ট উত্তর, “এটা সত্যিই খুব ভাল প্রশ্ন। কিন্তু আমি সত্যিই এটা জানি না।” বাবার আধ্যাত্মিক মতামত নিয়ে খোলাখুলি কথা বলেন বিবান। একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও ভাগ করে নেন তিনি। অতীত মনে করে অভিনেতা বলেন, “পরীক্ষার আগে আমরা সব সময়ে অজমের শরিফে যেতাম। প্রার্থনা করতাম, যেন ভাল নম্বর পাই। কিন্তু তিনি নাস্তিক কি না, এই প্রশ্নটা ভাল। আমার ওঁকে এই প্রশ্নটা করা উচিত। কারণ সরাসরি এই বিষয়ে আমি ওঁকে কখনও কথা বলতে শুনিনি। এই প্রসঙ্গে কোনও মতামতও স্পষ্ট করেননি।”

ঈশ্বর আছেন, না কি নেই? এই দুই প্রশ্নের মধ্যে একটা ক্ষেত্র থাকে। সেখানেই হয়তো বিচরণ করে নাসিরুদ্দিনের ভাবনা। মনে করেন তাঁর পুত্র। তাঁর কথায়, “আমার বাবাকে অজ্ঞেয়বাদী বলা যেতে পারে। কারণ আমার বাবাও বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যে ঘোরাফেরা করেন।”

Advertisement

উল্লেখ্য, ২০১১ সালে ‘সাত খুন মাফ’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন বিবান শাহ। এর ঠিক পরেই বিশাল ভরদ্বাজের তিনটি ছবির চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি। ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন বিবান। এর পাশাপাশি মঞ্চেও অভিনয় করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement