AR Rahman

‘আমি যন্ত্রণা দিতে চাইনি, ভারতীয় বলেই এটা পেরেছি’, ধর্মীয় বিভাজন বিতর্কে প্রতিক্রিয়া রহমানের

তাঁর বক্তব্য, মুখের উপর তাঁকে কিছু বলা না হলেও, ধর্মীয় বিভাজনের জন্যই হয়তো কাজ হারিয়েছেন। এই মন্তব্য নিয়েই বিতর্কে তিনি। এ বার রহমান এই বিতর্কে মুখ খুললেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:১২
Share:

ধর্মীয় বিভাজন বিতর্কে প্রতিক্রিয়া রহমানের! ছবি: সংগৃহীত।

নিজেরই মন্তব্যের জন্য বিতর্কে এআর রহমান। গত আট বছরে একাধিক কাজ হারিয়েছেন বলে কয়েক দিন আগে জানিয়েছেন তিনি। কাজ হারানোর কারণ হিসাবে তিনি ধর্মীয় বিভাজনের প্রসঙ্গও টেনেছেন। তাঁর বক্তব্য, মুখের উপর তাঁকে কিছু বলা না হলেও, ধর্মীয় বিভাজনের জন্যই হয়তো কাজ হারিয়েছেন। এই মন্তব্য নিয়েই বিতর্কে তিনি। অন্য শিল্পীরাও প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার খোদ রহমান বিতর্কে মুখ খুললেন।

Advertisement

একটি ভিডিয়োর মাধ্যমে বার্তা দিয়েছেন সুরকার। তাঁর কথায়, “প্রিয় বন্ধুরা, সঙ্গীতের মাধ্যমেই আমি বরাবর আমাদের সংস্কৃতিকে সম্মান ও উদ্‌যাপন করে এসেছি। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক ও আমার ঘর। আমি বুঝি, আমাদের উদ্দেশ্যকে অনেক সময় ভুল বোঝা হয়। কিন্তু সঙ্গীতের মাধ্যমে সম্মান জানানোই সব সময়ে আমার উদ্দেশ্য ছিল। আমি কখনওই যন্ত্রণার কারণ হতে চাইনি। আমার একাগ্রতা আশা করি মানুষ বোঝে।”

ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ নিয়ে কথা বলে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। এ বার তাই রহমান বললেন, “আমি ভারতীয় হয়ে নিজেকে ধন্য মনে করি। ভারতীয় বলেই আজ আমি সৃষ্টি করার এবং ভিন্ন সংস্কৃতিকে স্বাধীন ভাবে উদ্‌যাপন করতে পারি।”

Advertisement

নিজের আসন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু কাজের কথাও বলেছেন রহমান। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এও তিনিই সুরকার। তাঁর কথায়, “এই দেশের প্রতি আমি কৃতজ্ঞ। যে সঙ্গীত অতীতকে সম্মান জানায়, বর্তমানকে উদ্‌যাপন করে এবং ভবিষ্যৎকে অনুপ্রেরণা জোগায়, সেই সঙ্গীতের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। জয় হিন্দ। জয় হো।” ভিডিয়োর শেষে রহমান জুড়ে দিয়েছেন তাঁর জনপ্রিয় গান, ‘মা তুঝে সালাম, বন্দে মাতরম’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement