Kajol

‘কার বাড়িতে ঢুকছি সেটাও ওরা দেখে, পুলিশের কাছে নিয়ে যাব!’ কাকে হুঁশিয়ারি কাজলের?

স্বভাবে স্পষ্টবাদী কাজল। কিন্তু পিছু নিয়ে কারা অভিনেত্রীকে বিরক্ত করছেন? ক্ষোভ প্রকাশ কাজলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:১৭
Share:

কাদের উপর চটলেন কাজল? ছবি: সংগৃহীত।

ছবিশিকারিদের ক্যামেরায় প্রায়ই ধরা দেন তারকারা। কেউ হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান। কেউ আবার এড়িয়ে যান। কিন্তু কয়েকজন তারকা রয়েছেন যাঁরা ছবিশিকারিদের দেখলেই চটে যান। তাঁদের মধ্যে অন্যতম হলেন জয়া বচ্চন। ছবি তুলতে এলে ছবিশিকারিদের বকুনিও দেন তিনি। অভিনেত্রী কাজলকেও মেজাজ হারাতে দেখা গিয়েছে। তাই কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে খোঁচাও দেন নিন্দকেরা। কেন ছবিশিকারিদের দেখলে মেজাজ হারান, তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী।

Advertisement

মৃত মানুষের শেষকৃত্যেও ছবিশিকারিরা ক্যামেরা নিয়ে ছুটোছুটি করেন, যা একেবারেই পছন্দ নয় কাজলের। তাই অভিনেত্রী বলেছেন, “আমি ছবিশিকারিদের সামনে সতর্ক হয়ে যাই। কিছু জায়গা রয়েছে, যেখানে ওঁদের যাওয়া উচিত নয়। মানুষের শেষকৃত্যে গিয়েও ওঁরা ছবি তোলার অনুরোধ করেন। এটা আমার খুবই অদ্ভুত লাগে। গোটা বিষয়টাই খুব অসম্মানেরও।”

শুধু তাই নয়। সামান্য মধ্যাহ্নভোজে গেলেও ছবিশিকারিরা ধাওয়া করেন বলে বক্তব্য কাজলের। তাঁর কথায়, “আমি কোথায় যাচ্ছি, কোন বাড়িতে প্রবেশ করছি সেটা জানার জন্য জুহু থেকে বান্দ্রা কিলোমিটারের উপর কিলোমিটার পিছু নেন ছবিশিকারিরা। এটা খুবই বিরক্তিকর। আমি একজন সাধারণ মানুষ হলে কি এটা আপনারা করতেন? এমন করলে তো আমি আপনাদের ধরে পুলিশের কাছে নিয়ে যেতাম। এ ক্ষেত্রে তা হলে আমার কী করণীয়?”

Advertisement

উল্লেখ্য, বর্তমানে ‘মা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত কাজল। এই ভৌতিক ছবির প্রযোজনা করেছেন অজয় দেবগন। ছবিতে রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, গোপাল সিংহ, জিতিন গুলাটিও অভিনয় করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement