Bollywood actress

স্ত্রী বলি সেলেব, কিন্তু এই এনআরআই স্বামীদের অনেকেই চেনেন না

সাত পাকে বাঁধা পড়েছেন এই বলিউড অভিনেত্রীরা। প্রত্যেকের স্বামীই প্রবাসী

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৯:০৯
Share:
০১ ০৭

কেরিয়ারের খুব ভাল জায়গায় ছিলেন। সেখান থেকে ‘ব্রেক’ নিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন এই বলিউড অভিনেত্রীরা। এঁদের প্রত্যেকেরই জীবন সঙ্গী প্রবাসী ভারতীয় (এনআরআই)। যেমন- সুপারমডেল-অভিনেত্রী পূজা বাত্রা। তাঁরা সেলেব্রিটি। তবে তাঁদের স্বামীদের অনেকেই চেনেন না।

০২ ০৭

শিল্পা শেট্টি: ‘বাজিগর’ দিয়ে কেরিয়ারের শুরু। ২০০৭ সালে জেতেন ব্রিটিশ সেলেব্রিটি রিয়্যালিটি শো। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। রাজ ব্রিটেনের একজন এনআরআই ব্যবসায়ী । রয়েছে এক ছেলে।

Advertisement
০৩ ০৭

পূজা বাত্রা: ১৯৯৭ সালে পূজার ‘ভিরাসত’ ছবিটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ২০০২ সালে ক্যালিফোর্নিয়ার অর্থোপেডিক সার্জেন সোনি আলুওয়ালিয়াকে বিয়ে করেন সুপারমডেল-নায়িকা পূজা। ২০১১ সালে যদিও বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের।

০৪ ০৭

জুহি চাওলা: বলিউডের অন্যতম অভিনেত্রী জুহি। তিনি বিয়ে করেছেন ব্রিটেনের প্রবাসী ব্যবসায়ী জয় মেহতাকে। বহু বছর পর ছবিতে কামব্যাক করেছেন জুহি। রয়েছে এক ছেলে, এক মেয়ে।

০৫ ০৭

মাধুরী দীক্ষিত: আমেরিকার প্রবাসী চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে ১৯৯৯ সালে বিয়ে হয় ‘ধক ধক’ গার্লের। কেরিয়ারের শীর্ষে ছিলেন তখন। বহু বছর পর ‘আজা নাচলে’ ছবিতে কামব্যাক করেন মাধুরী। দুই ছেলে রয়েছে তাঁর।

০৬ ০৭

মীনাক্ষী শেষাদ্রী: মাত্র ১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া খেতাব পেয়েছিলেন। নায়িকা হিসাবেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন হরিশ মাইসোর নামে ব্রিটেনের এক প্রবাসী ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারকে। রয়েছে দুই সন্তান।বর্তমানে নাচের শিক্ষিকা মীনাক্ষী।

০৭ ০৭

মুমতাজ: অনেকেরই মন ভেঙে গিয়েছিল, যখন মুমতাজ বিয়ের কথা ঘোষণা করেন। মার্কিন মুলুকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ময়ূর মাধওয়ানির সঙ্গে ১৯৭৪ সালে বিয়ে হয় ‘ঝিল কে উস পর’ নায়িকার। তাঁর দুই মেয়েও রয়েছে। নায়িকা হিসাবে আর কামব্যাক করেননি মুমতাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement