Entertainment News

অনুরাগের সরস্বতী পুজোয় তারকার মেলা

হলুদ সাদা পাঞ্জাবিতে হাজির ছিলেন অভিষেক বচ্চন। ঐশ্বর্যা বা আরাধ্যাকে সঙ্গে নিয়ে নয়, একাই গিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৫৩
Share:

অনুরাগ বসু।

দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের বাসিন্দা পরিচালক অনুরাগ বসু। কিন্তু সে কারণে বাঙালিয়ানায় একটুও খামতি রাখেন না তিনি। রবিবার ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করেন অনুরাগ। বহু বলিউডি তারকা উপস্থিত ছিলেন তাঁর পুজোতে।

Advertisement

অনুরাগ পরিচালিত ‘জগ্গা জসুস’-এ অভিনয় করেছিলেন ক্যাটরিনা কইফ। এ দিন হলুদ সালোয়ার-কামিজে সেজে পুজো প্রাঙ্গনে হাজির ছিলেন তিনি। আলাদা করে হোমের টিপ পরতেও দেখা গিয়েছে নায়িকাকে।

হলুদ সাদা পাঞ্জাবিতে হাজির ছিলেন অভিষেক বচ্চন। ঐশ্বর্যা বা আরাধ্যাকে সঙ্গে নিয়ে নয়, একাই গিয়েছিলেন তিনি। সাক্ষী তনওয়ার, ঈশিতা দত্ত, পত্রলেখার মতো তারকারা উপস্থিত ছিলেন অনুরাগের পুজোতে।

Advertisement

আরও পড়ুন, রূপান্তরকামী জানার পর গুন্ডা দিয়ে মেরেছিল বাড়ির লোক!

দুর্গাপুজোর সময়ও মুম্বইয়ে বাঙালি সেলেবদের পুজো করতে দেখা যায়। সরস্বতী পুজোতেও অনুরাগের হাত ধরে বজায় থাকল সেলিব্রেশন।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement