শশশ… কোয়ি হ্যায়। এমনটাই বলছেন তাঁরা। অশরীরী আত্মার উপস্থিতি নাকি টের পেয়েছেন এই বলিউড তারকারা। রীতিমতো ভয়ও পেয়েছেন নাকি। এই বলিউড তারকারা ভূতের অস্তিত্ব টের পেয়েছেন বলে দাবি করেছেন।
গোবিন্দা: একটি নিঃঝুম পাহাড়ি এলাকায় শুটিংয়ে গিয়েছিলেন। সেখানে নাকি রাত্রিবেলা দেখেছিলেন, শাড়ি পরা এক মহিলা বুকের উপর চেপে বসতে চাইছে! ঘুম ভেঙেও নাকি দেখেন ঘর অগোছালো!
সোহা আলি খান: ‘গ্যাংস অব ঘোস্টস’ ছবির শুটিংয়ের সময় ফাঁকা ঘর থেকে নাকি বারবার চিৎকারের শব্দ আসছিল, সোহা ছাড়াও মাহি গিলও নাকি তা শুনেছিলেন!
নীল নীতিন মুকেশ: হরর ফিল্ম ‘থ্রিজি’-র শুটিংয়ের সময় একজন লাইট বয় এসে অশরীরী অস্তিত্বের দাবি করেন। নীতিন বলেন, তিনিও নাকি টের পেয়েছেন পিছনে কেউ রয়েছে, অথচ সে অদৃশ্য!
বিপাশা বসু: ‘গুনাহ’ ছবির শুটিংয়ের সময় অশরীরী আত্মার অস্তিত্ব টের পাওয়ার দাবি করেন বঙ্গতনয়া। বলেন, আত্মাই নাকি তাঁকে সংলাপ মুখস্থ করতে বাধা দিচ্ছে!
রণবীর সিংহ: ‘বাজিরাও মস্তানি’ ছবির শুটিংয়ের সময় স্বয়ং বাজিরাওয়ের অস্তিত্ব টের পেয়েছিলেন নাকি রণবীর। তিনি এ কথা বহুবার বলেছেন।
ইমরান হাসমি: মাথেরানে ছুটি কাটাতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে নাকি তিনি এবং তাঁর বন্ধুরা অশরীরী অস্তিত্ব টের পান। চিৎকারের শব্দও পান। কিন্তু কাউকে নাকি পাওয়া যায়নি।