bollywood

বলিউডের এই তারকারা নাকি ভূত দেখেছেন!

বলিউডের এই তারকারা নাকি ভূত দেখেছেন!

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৪:১০
Share:
০১ ০৭

শশশ… কোয়ি হ্যায়। এমনটাই বলছেন তাঁরা। অশরীরী আত্মার উপস্থিতি নাকি টের পেয়েছেন এই বলিউড তারকারা। রীতিমতো ভয়ও পেয়েছেন নাকি। এই বলিউড তারকারা ভূতের অস্তিত্ব টের পেয়েছেন বলে দাবি করেছেন।

০২ ০৭

গোবিন্দা: একটি নিঃঝুম পাহাড়ি এলাকায় শুটিংয়ে গিয়েছিলেন। সেখানে নাকি রাত্রিবেলা দেখেছিলেন, শাড়ি পরা এক মহিলা বুকের উপর চেপে বসতে চাইছে! ঘুম ভেঙেও নাকি দেখেন ঘর অগোছালো!

Advertisement
০৩ ০৭

সোহা আলি খান: ‘গ্যাংস অব ঘোস্টস’ ছবির শুটিংয়ের সময় ফাঁকা ঘর থেকে নাকি বারবার চিৎকারের শব্দ আসছিল, সোহা ছাড়াও মাহি গিলও নাকি তা শুনেছিলেন!

০৪ ০৭

নীল নীতিন মুকেশ: হরর ফিল্ম ‘থ্রিজি’-র শুটিংয়ের সময় একজন লাইট বয় এসে অশরীরী অস্তিত্বের দাবি করেন। নীতিন বলেন, তিনিও নাকি টের পেয়েছেন পিছনে কেউ রয়েছে, অথচ সে অদৃশ্য!

০৫ ০৭

বিপাশা বসু: ‘গুনাহ’ ছবির শুটিংয়ের সময় অশরীরী আত্মার অস্তিত্ব টের পাওয়ার দাবি করেন বঙ্গতনয়া। বলেন, আত্মাই নাকি তাঁকে সংলাপ মুখস্থ করতে বাধা দিচ্ছে!

০৬ ০৭

রণবীর সিংহ: ‘বাজিরাও মস্তানি’ ছবির শুটিংয়ের সময় স্বয়ং বাজিরাওয়ের অস্তিত্ব টের পেয়েছিলেন নাকি রণবীর। তিনি এ কথা বহুবার বলেছেন।

০৭ ০৭

ইমরান হাসমি: মাথেরানে ছুটি কাটাতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে নাকি তিনি এবং তাঁর বন্ধুরা অশরীরী অস্তিত্ব টের পান। চিৎকারের শব্দও পান। কিন্তু কাউকে নাকি পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement