‘‘জন্মদিনেই তুলে নিল ভগবান’’

মারা গেলেন সুরকার-গায়ক আদেশ শ্রীবাস্তব। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রেখে গেলেন স্ত্রী বিজেতা পণ্ডিত এবং দুই ছেলেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৭
Share:

মারা গেলেন সুরকার-গায়ক আদেশ শ্রীবাস্তব। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রেখে গেলেন স্ত্রী বিজেতা পণ্ডিত এবং দুই ছেলেকে। আদেশের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। টুইটারে শোকবার্তা জানিয়েছেন সেলেবরা।

Advertisement

প্রীতম (সঙ্গীত পরিচালক)

Advertisement

খবরটা শুনে খুব খারাপ লাগছে। আমরা দু’জনে অনেক মিউজিক্যাল মোমেন্ট শেয়ার করেছি।

মাধুরী দীক্ষিত নেনে (অভিনেত্রী)

খুব প্রতিভাবান সুরকার এবং একজন ভাল মানুষকে হারালাম আমরা। ওনাকে মিস করব। তাঁর পরিবারের প্রতি সমবাদনা রইল।

কৈলাস খের (গায়ক)

আমরা দু’দিন আগে যখন ওকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম তখন ওর পরিবার চার সেপ্টেম্বর ওর জন্মদিন পালনের আয়োজন করছিল। কিন্তু ঈশ্বর ওকে সে দিনই ডাক পাঠাল।

সুস্মিতা সেন (অভিনেত্রী)

একজন স‌ৈনিক যে সব সময় ঠিক সুরটায় হিট করত। আমাদের জীবন এত সুরে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

সোনু নিগম (গায়ক)

আদেশের আত্মার শান্তি কামনা করি।

বিপাশা বসু (অভিনেত্রী)

আমরা একজন প্রতিভাবান মানুষকে হারালাম। কী এমন বয়স হয়েছিল!

কোয়েনা মিত্র (অভিনেত্রী)

আদেশের চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। কত তাড়াতাড়ি চলে গেল ও। আমার ভালবাসা, প্রার্থনা রইল ওর জন্য।

বাবা সায়গল (গায়ক)

নব্বইয়ের দশকে আদেশের সঙ্গে ডান্ডিয়া পারফরম্যান্স এখনও মনে পড়ে আমার। দারুণ মিউজিশিয়ান, খুব ভাল ড্রাম বাজাত। ওর আত্মার শান্তি কামনা করি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement