Vishal Dadlani slams Yogi Adityanath

‘আপনি নিজেই কুম্ভের জল খেয়ে দেখান’, দূষিত জল প্রসঙ্গে যোগীকে চ্যালেঞ্জ বিশালের

মহাকুম্ভে প্রতি দিন কোটি কোটি মানুষের ভিড়। তাঁরা ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন। ডুব দিচ্ছেন। দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল অবশ্য জানিয়েছে, এই জল মোটেই শুদ্ধ নয়, ব্যাকটেরিয়ায় ভরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪
Share:

যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ বিশালের। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে ত্রিবেণি সঙ্গমের জল দূষিত। কোটি কোটি মানুষের মল-মূত্রের থেকে জলে ছড়িয়ে রয়েছে বিপুল পরিমাণে ব্যাক্টেরিয়া। এমনই একটি রিপোর্ট পেশ করেছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। এই দাবি মানতে অবশ্য নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর পাল্টা দাবি, স্নান তো বটেই, মহাকুম্ভের জল এতটাই শুদ্ধ যে তা পান করারও উপযুক্ত। এই প্রসঙ্গে এ বার যোগীকে একহাত নিয়েছেন বিশাল দাদলানি।

Advertisement

মহাকুম্ভের জল দূষিত কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। যোগীর মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। এ বার এই প্রসঙ্গেই প্রকাশ্যে যোগীকে চ্যালেঞ্জ জানালেন বিশাল।

বিশাল তাঁর সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি খবর ভাগ করে নিয়ে যোগীর উদ্দেশে ব্যঙ্গের সুরে লিখেছেন, “স্যর, নিন্দকদের কথায় কান দেবেন না। আমরা আপনাকে বিশ্বাস করি। দয়া করে আপনি নিজেই নদী থেকে সরাসরি এই সুস্বাদু পানীয় জল তুলে পান করুন এবং ক্যামেরাবন্দি করুন সেই দৃশ্য।”

Advertisement

এখানেই শেষ নয়। বিশাল আরও একটি পোস্ট ভাগ করে নিয়ে লিখেছেন, “আপনি যদি আমাশয়, কলেরা, কৃমি— এই সব কিছুর আশঙ্কা না করেন, তা হলে বুঝতে হবে আপনি বিশেষ ক্ষমতাধারী। দয়া করে আপনি এগিয়ে যান এবং এই নর্দমায় নিজে ও পরিবারকে নিয়ে ডুব দিন।” এই প্রথম নয়। এর আগেও মহাকুম্ভ নিয়ে বিশাল কটাক্ষ করেছেন। মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। বিশালের বক্তব্য ছিল, বিতর্কিত মন্তব্যের জন্য সময় রায়না ও রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে সরব হচ্ছে মানুষ। কিন্তু পদপিষ্টের ঘটনায় তেমন প্রতিক্রিয়া নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement