Shravan Rathod

ভেন্টিলেশনে আশঙ্কাজনক অবস্থায় করোনা আক্রান্ত বলিউডের সঙ্গীত পরিচালক

নব্বইয়ের দশকে নাদিম আখতার সইফির সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রবণ। বলিউডে নাদিম-শ্রবণ নামেই পরিচিত ছিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ১৮:২৭
Share:

শ্রবণ রাঠৌর।

বলিউডের সঙ্গীত পরিচালক শ্রবণ রাঠৌরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Advertisement

নব্বইয়ের দশকে নাদিম আখতার সইফির সঙ্গে জুটি বেঁধে কাজ করতেন শ্রবণ। বলিউডে নাদিম-শ্রবণ নামেই পরিচিত ছিলেন তাঁরা। ‘সজন’, ‘সড়ক’, ‘পরদেশ’, ‘আশিকি’-র মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন দুই সঙ্গীত পরিচালক।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে সঙ্গীত পরিচালককে। তাঁর হৃদযন্ত্রের আকার সামান্য বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে। চিকিৎসকের একটি দল তৈরি করা হয়েছে তাঁর জন্য। শ্রবণের বন্ধু এবং গীতিকার সমীর জানিয়েছেন, মধুমেহ রোগে ভুগছিলেন সঙ্গীত পরিচালক। তার উপর করোনা সংক্রমণের ফলে তাঁর ফুসফুসেরও ক্ষতি হয়। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে শ্রবণের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। বাবার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করেছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন