Karan Johar

‘এ কী অবস্থা! অপুষ্টিতে ভুগছেন?’ রোগা হয়েছিলেন আগেই, এখন শিউরে ওঠার মতো চেহারা!

চেনাই যাচ্ছে না প্রযোজক-পরিচালককে! কর্ণের ছবি দেখে এই ভাবেই শিউরে উঠছেন তাঁর অনুরাগীরা। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:১৯
Share:

কর্ণকে দেখে উদ্বেগে তাঁর অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

ওজন কমেছিল আগেই। কিন্তু এ কী অবস্থা কর্ণ জোহরের? চেনাই যাচ্ছে না প্রযোজক-পরিচালককে! কর্ণের ছবি দেখে এই ভাবেই শিউরে উঠছেন তাঁর অনুরাগীরা। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে তাঁরা। প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ওজন কমানোর ওষুধ খাচ্ছেন কর্ণ। কিন্তু তাঁর একটি সাম্প্রতিক ছবি দেখে উদ্বিগ্ন অনুরাগীরা।

Advertisement

সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়না একটি ছবি ভাগ করে নেন কর্ণের সঙ্গে। কয়েক মাস আগে তাঁর অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর জন্য বিতর্কে জড়িয়েছিলেন সময়। কর্ণের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “এই মানুষটি ইন্ডিয়াজ় বেস্ট ট্যালেন্ট-দের সঙ্গে পরিচয় করিয়েছেন।” এই ছবিতেই কর্ণকে দেখে অত্যন্ত শীর্ণ ও অসুস্থ মনে হয়েছে তাঁর অনুরাগীদের।

ছবিতে কর্ণকে দেখা যাচ্ছে হালকা নীল রঙের ঢিলেঢালা একটি পোশাক পরেছেন। চোখে কালো ফ্রেমের চশমা। এই ছবি দেখেই নেটাগরিকের ধারণা, নিশ্চয়ই অসুস্থ কর্ণ। কিছু দিন আগেই জানা যায়, কড়া ডায়েট মেনে চলছেন পরিচালক। সেই সঙ্গে শরীরচর্চাও করছেন তিনি। তাই এক অনুরাগী লিখেছেন, “ডায়েট মেনে চলছেন, বুঝতে পারছি। কিন্তু এখানে ওঁকে অসুস্থ লাগছে দেখে। কোনও বড় অসুখ না হয়, এই প্রার্থনা করছি।”

Advertisement

আর এক জন লিখেছেন, “আগেই তো ভাল লাগত। হঠাৎ এই ভাবে ওজন কমানোর প্রতি আসক্ত হলেন কেন বোঝা যাচ্ছে না। অপুষ্টিতে ভুগছেন মনে হচ্ছে। প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

মাস দুয়েক আগে কর্ণ বলেছিলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনও ওষুধ খাইনি।” পাশাপাশি জানিয়েছিলেন, ওজন কমিয়ে তিনি খুব ভাল বোধ করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement