Salman Khan

বিজয়-রশ্মিকার বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন সলমন? নায়িকার মধ্যে নিজেকে দেখছেন ভাইজান!

কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি? সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সলমন খান। তার পাশাপাশি ভাইজান এ-ও বলেছেন, রশ্মিকাকে দেখে নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৮:৫৬
Share:

বিজয়-রশ্মিকার বিয়ের ইঙ্গিত দিলেন রশ্মিকা? ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন। বলা ভাল, বিনোদন জগতে এটি ‘ওপেন সিক্রেট’। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে রয়েছেন। যুগলের রসায়নেও মুগ্ধ অনুরাগীরা। তাই তাঁদের প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রশ্মিকা? সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সলমন খান। তার পাশাপাশি ভাইজান এ-ও বলেছেন, রশ্মিকা দেখে নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে যায়।

Advertisement

‘সিকন্দর’ ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা। নায়ক-নায়িকার বয়সে ৩১ বছরের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচার অনুষ্ঠানে এই প্রসঙ্গে সলমনের মন্তব্য, “নায়িকার কোনও সমস্যা হচ্ছে না। তা হলে আপনার কিসের সমস্যা? এর পরে রশ্মিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তান সন্ততি হবে। তারাও তো বড় হয়ে কাজ করবে। মায়ের থেকে তারা অনুমতি তো পেয়েই যাবে।” এই মন্তব্যই বিজয় ও রশ্মিকার বিয়ের জল্পনা উসকে দিয়েছে। খুব শীঘ্রই কি বিয়ে করছেন তাঁরা? প্রশ্ন উঠছে অনুরাগীদের মহলে।

রশ্মিকা সম্পর্কে সলমন আরও বলেছেন, “ও নিজের সেরা অভিনয়টা করেছে। ও ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধে ৭টা পর্যন্ত শুটিং করত। তার পরে রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। সকাল সাড়ে ৬টা পর্যন্ত আমাদের শুটিং চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।”

Advertisement

অসুস্থতা নিয়েও কাজের প্রতি একাগ্রতা রেখেছেন রশ্মিকা। তাই নায়িকার প্রশংসায় সলমন বলেন, “ওর পা ভেঙে গিয়েছিল। তার পরেও ও ছবির শুটিং করেছে। ওকে দেখে আমার নিজের কথাই মনে পড়ে যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement