R Madhavan

বাড়িতে স্ত্রী রয়েছেন, তবু বয়সে ছোট মেয়েদের চুম্বন, হৃদয়ের ডাকে চুপি চুপি সাড়া দেন মাধবন!

গোপনে সারা দেন মাধবন। অভিনেতার দেওয়া জবাব ভাইরাল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই কথোপথন। পাল্টা উত্তর দিলেন অভিনেতাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১১:২৭
Share:

মাধবন কী গোপনে সারা দেন? ছবি: সংগৃহীত।

দাম্পত্যের ২৫ বছর পূর্ণ করে ফেলেছেন আর মাধবন এবং তাঁর স্ত্রী সরিতা বিরজে। বরাবরই ‘ফ্যামিলি ম্যান’ হিসাবেই পরিচিত মাধবন। যদিও তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা অন্য তারকাদের ঈর্ষান্বিত করে! বিয়ে করেই নায়ক হয়েছেন মাধবন। এত বছরের দাম্পত্য, তারও আগে প্রায় ৮ বছরের প্রেম। একটি পুত্রসন্তানের বাবা-মা তাঁরা। বয়স বেড়েছে মাধবনের, কিন্তু অনুরাগিণীর সংখ্যা কমেনি। এ বার শোনা যাচ্ছে, মহিলা অনুরাগীদের চুম্বনের ডাকে নাকি গোপনে সারা দেন মাধবন। অভিনেতার দেওয়া জবাব ভাইরাল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই কথোপথন। পাল্টা উত্তর দিলেন অভিনেতাও।

Advertisement

ঘটনা হল, এক তরুণী মাধবনকে ইনস্টাগ্রামে একটি বার্তা পাঠান, তাঁর অভিনয়ের প্রশংসা করেন এবং শেষে বেশ কয়েকটি হৃদয় এবং চুম্বনের ইমোজি জুড়ে দেন। প্রত্যুত্তরে মাধবন কেবল একটি বিনয়ী ধন্যবাদ বার্তা পাঠিয়েছেন। যাই হোক, অনুরাগিণী মাধবনের পাঠানো বার্তার একটি ‘স্ক্রিনশট’ নিয়ে পোস্ট করেন। ফলে অনেকেই বলতে শুরু করেন অভিনেতা হৃদয়ের ইমোজির উত্তর দিয়েছেন। অভিনেতা পরে জানান, তাঁর উদ্দেশ্য ছিল কেবল অনুরাগিণীর বার্তার উত্তর দেওয়া। কিন্তু নেটাগরিকেরা কেবল ইমোজিগুলি দেখেছিলেন। মাধবন মনে করছেন এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমনকি এ বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছেন অভিনেতা।

এই প্রসঙ্গে ভ্রান্তি কাটাতে মাধবন বলেন, “আমি একজন অভিনেতা। ইনস্টাগ্রামে আমাকে অনেক মানুষ বার্তা পাঠান। একটি ছোট মেয়ে আমাকে মেসেজ করে লেখে, ‘আমি আপনার সিনেমা দেখেছি। আমার সত্যিই ভাল লেগেছে। আপনার অভিনয় আমার দুর্দান্ত লেগেছে। দারুণ অভিনয় করেছেন। আপনি আমাকে অনুপ্রাণিত করেন।’ এর পর সে প্রচুর হৃদয়, চুম্বন এবং প্রেমের ইমোজি পাঠিয়েছে।’’ তাতেই নাকি বাধে গন্ডগোল। মাধবনের কথায়, “যদি কেউ আমার এতটা প্রশংসা করে, তা হলে আমি উত্তর দিতে বাধ্য। তাই আমি সব সময় বলি ‘আপনাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement