Salman Khan

সলমনের সঙ্গে সখ্য এক রাশিয়ান মহিলার, দিয়েছিলেন মোটা টাকাও, নেপথ্যে কী কারণ?

অল্প সময়ের মধ্যেই দু’জনের সম্পর্ক গড়ে ওঠে। বিপদে রাশিয়ান মহিলাকে সাহায্য করেছিলেন সলমন খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৯:১২
Share:

অভিনেতা সলমন খান। ছবি: সংগৃহীত।

সলমন খানের দয়ালু মনের সঙ্গে বলিউডের অনেকেই পরিচিত। বিভিন্ন সময়ে আর্তের সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাইজান। সম্প্রতি, অভিনেতার এ রকমই একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন ‘সনম তেরি কসম’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সপ্রু।

Advertisement

২০০৫ সালে মুক্তি পায় পরিচালক জুটির ছবি ‘লাকি: নো টাইম ফর লভ’। এই ছবিতে অভিনয় করেছিলেন সলমন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিনয় এবং রাধিকা জানান, রাশিয়ায় শুটিংয়ের সময় ইউনিটের এক জন বয়স্ক মহিলাকে অর্থসাহায্য করেছিলেন সলমন। বিনয় জানান, সলমনের পোশাকের ক্রম খেয়াল রাখার জন্য একজন ৬৫ বছর বয়সি রাশিয়ান মহিলাকে দায়িত্ব দেন তিনি। ওই মহিলা নাকি সলমনের সঙ্গে মায়ের মতোই মিশতেন। বিনয় বলেন, ‘‘সলমনকে তিনি বকাবকিও করতেন। আর দেখতাম, সলমন কী সুন্দর ভাবে ওঁর কথা শুনছেন এবং হাসছেন।’’

বিনয় জানান, শুটিং শেষে সলমন তখন ফিরে এসেছেন ভারতে। একদিন ফ্লোরে ওই মহিলা কাঁদতে কাঁদতে প্রবেশ করেন। তাঁর হাতে একটি খাম। বিনয় এবং রাধিকার কথায়, ‘‘ওই খামের মধ্যে ১০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৭৫ হাজার টাকা) ছিল।’’ তার পর নাকি ওই মহিলা স্বীকার করেছিলেন, তাঁকে পরবর্তী কয়েক বছর আর কাজ না করলেও চলবে।

Advertisement

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনেকেই সলমনের প্রশংসা করেছেন। কারও মতে, সলমন খুব বড় মনের মানুষ। আবার কেউ লিখেছেন, ‘‘সলমন শুরু থেকেই মানুষকে সাহায্য করেন। কিন্তু নিজমুখে কখনো তা জাহির করেন না।’’

‘সনম তেরি কসম’ ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেয়েছে। তার পর ছবির ব্যবসা অনেককেই চমকে দিয়েছে। ছবিটি প্রায় ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। অন্য দিকে, সলমন এই মুহূর্তে ‘সিকন্দর’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত। ছবিটি আগামী ইদে মুক্তি পাওয়ার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement