Entertainment News

পরকীয়ার কথা জেনেও বলিউডের যে তারকা স্ত্রীরা স্বামীদের হাত ছাড়েননি

তাঁরা সবাই স্টার। কেউ কেউ আবার সুপারস্টার। কখনও তাঁদেরই সহকর্মীদের সঙ্গে, কখনও আবার অন্য কোনও মহিলার প্রতি আকৃষ্ট হয়েছেন তাঁরা। চলেছে প্রেম-পরকীয়া। সঙ্গে পাল্লা দিয়ে গসিপ। কিন্তু মজার বিষয় হল, এই তারকা অভিনেতাদের স্ত্রীরা সব জেনেও কোনওদিন স্বামীর হাত ছাড়েননি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ১৪:০৮
Share:
০১ ১১

রেখা আত্মজীবনীতে সরাসরি স্বীকার করেছিলেন তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা। জয়া যে সে কথা জানতেন তাও লিখেছিলেন রেখা। যদিও জয়া কোনওদিন এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

০২ ১১

দিলীপ কুমারের সঙ্গে মধুবালার সম্পর্ক বলিউডের ‘এভারগ্রিন গসিপ’। যদিও স্ত্রী সায়রা বানু আজও তাঁর ছায়াসঙ্গী।

Advertisement
০৩ ১১

মিঠুনের সঙ্গে শ্রীদেবীর পরকীয়ার কথা সবারই জানা। গুঞ্জন ছিল তাঁরা নাকি বিয়েও করে নিয়েছিলেন। যদিও স্ত্রী যোগিতা বালি কোনওদিন মিঠুনের হাত ছাড়েননি।

০৪ ১১

ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কাউর। পরে ধর্ম বদল করে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। কিন্তু কখনওই তাঁদের সম্পর্ক নষ্ট হয়নি।

০৫ ১১

অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে শত্রুঘ্ন সিনহার পরকীয়ার কথা সিনে দুনিয়ার অন্যতম সেরা গসিপ। কিন্তু স্ত্রী পুনম সিনহা সব সময়ই তাঁর পাশে ছিলেন।

০৬ ১১

গোবিন্দা স্বীকার করেছিলেন ‘হদ করদি আপনে’ ছবির সেটে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা। যদিও গোবিন্দার স্ত্রী সুনীতা তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন।

০৭ ১১

যদিও এখন তাঁরা বিবাহবিচ্ছিন্ন। তবে আগে যত বারই দুই তারকা অভিনেতার নাম কোনও পরকীয়ায় জড়িয়েছে, কেউই কোনও মন্তব্য করেননি। আরবাজ খান ও মালাইকা অরোরা খান।

০৮ ১১

কখনও রবিনা টন্ডন, কখনও প্রিয়ঙ্কা চোপড়া। অক্ষয় কুমারের নামবহুবারই পরকীয়ায় জড়িয়েছে। যদিও স্ত্রী টুইঙ্কল খান্না কোনওদিন তাঁর হাত ছাড়েননি।

০৯ ১১

স্বামী অজয় দেবগণের নামও বেশ কয়েকবার সহ-অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছে। তবুও কাজল ও অজয়ের দাম্পত্য জীবন কোনওদিন বিঘ্নিত হয়নি।

১০ ১১

প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে নাম জড়িয়েছে শাহরুখেরও। যদিও স্ত্রী গৌরী খান কোনওদিন এ নিয়ে মন্তব্য করেননি।

১১ ১১

কঙ্গনা রানাউতের সঙ্গে আদিত্য পাঞ্চোলির সম্পর্ক বলিউডের ‘হট’ খবর। যদিও স্ত্রী জারিনা ওয়াহাব বরাবর আদিত্যর পাশে ছিলেন। আজও রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement