Entertainment News

সলমন-শিল্পার বিরুদ্ধে সমন জারি

অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাত্কারে জাত তুলে মন্তব্য করেছেন সলমন ও শিল্পা। সেই শো-এর সঞ্চালক ছিলেন কোমল নাহাটা। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৭:১৭
Share:

আইনি বিপাকে শিল্পা শেট্টি ও সলমন খান।

ফের আইনি বিপাকে সলমন খান। কৃষ্ণসার হত্যা মামলার পর এ বার জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। একই সঙ্গে বিপাকে শিল্পা শেট্টি এবং ফিল্ম অ্যানালিস্ট কোমল নাহাটাও।

Advertisement

তাঁদের বিরুদ্ধে অভিযোগ জাতিবিদ্বেষী মন্তব্য করার। রাজস্থানের চুরু জেলার ডেপুটি পুলিশ সুপার সলমনদের সমন পাঠিয়েছেন।

অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ, একটি সাক্ষাত্কারে জাত তুলে মন্তব্য করেছেন সলমন ও শিল্পা। সেই শো-এর সঞ্চালক ছিলেন কোমল নাহাটা। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন, পদ্মাবত নিয়ে খুশি নন টুইঙ্কল!

আরও পড়ুন, শুটিংয়ের কাছেই অস্ত্র হাতে কারা? সলমনকে সরিয়ে নিল পুলিশ

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রচারের সময় নিজের নাচের স্টাইল নিয়ে কথা বলতে গিয়ে সলমন একটি আপত্তিকর শব্দ উচ্চারণ করেন। তিনি বলেন, “নাচের সময় আমায় ভাঙ্গির মতো লাগে।” বাড়িতে থাকার সময় তাঁকে কেমন দেখতে লাগে, তা বলতে গিয়েও‘ভাঙ্গি’শব্দটি উচ্চারণ করেন শিল্পা।

আপত্তি ওঠে এই শব্দটি নিয়েই।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, গত মাসে এই সাক্ষাত্কারের পরদিনই মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে রোজগার আঘরী রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া। জনসমক্ষে ‘ভাঙ্গি’ শব্দটি উচ্চারণ করে তফশিলি জাতিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ছিল তাঁদের।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

এই ঘটনার পরই শিল্পা টুইটারে ক্ষমাপ্রার্থনা করেন। তিনি লেখেন, ‘‘একটি সাক্ষাত্কারে আমার কিছু কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। কাউকে আঘাত করার জন্য কোনও কথা আমি বলিনি।... আমার কথায় কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী...।’’

যদিও এ বিষয়ে সলমন বা কোমল নাহাটার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন