Critics' Choice Awards

ক্রিটিকস চয়েসে সেরা কে?

এই নিয়ে পরপর দু’বার সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন ব্র্যাড পিট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ০০:০১
Share:

ব্র্যাড

এই নিয়ে পরপর দু’বার সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন ব্র্যাড পিট। কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড’-এর জন্য তিনি গোল্ডেন গ্লোবও পেয়েছেন। এ বার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড পেলেন ব্র্যাড। রবিবার রাতে ২৫তম ক্রিটিকস চয়েস অনুষ্ঠিত হল। ‘ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড’ সেরা ছবিও পেয়েছে। তার সঙ্গে অরিজিন্যাল স্ক্রিনপ্লে, প্রোডাকশন ডিজ়াইনের পুরস্কারও পেয়েছে। তবে সেরা পরিচালক বিভাগে টারান্টিনো হেরে গিয়েছেন যুগ্ম বিজয়ী বং জুন-হো (প্যারাসাইট) এবং স্যাম মেন্ডিসের (নাইন্টিন সেভেন্টিন) কাছে। সেরা বিদেশি ছবিও ‘প্যারাসাইট’।

Advertisement

গোল্ডেন গ্লোবের মতোই এখানে সেরা অভিনেতা হয়েছেন ওয়াকিন ফিনিক্স (জোকার), সেরা অভিনেত্রী রেনে জ়েলওয়েগার (জুডি), সেরা সহ-অভিনেত্রী লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)। অঁসম্বল অ্যাক্টিংয়ের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসির ‘দি আইরিশম্যান’।

টেলিভিশনের জন্য সেরা ড্রামা সিরিজ় হয়েছে ‘সাকসেশন’, কমেডি সিরিজ় ‘ফ্লিব্যাগ’। লাইফটাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন এডি মার্ফি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন