Entertainment News

এই বালক এখন বিখ্যাত টলিউড অভিনেতা, বলুন তো ইনি কে?

এটুকু বলা যায়, ছোটবেলার সঙ্গে মিলে যায় এই তারকার মুখের আদল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৯
Share:

গোয়েন্দা চরিত্রে এই অভিনেতাকে বহু বার বড় পর্দায় দেখেছেন আপনি।

লুক সোজা ক্যামেরায়। চোখে ভরা দুষ্টুমি। ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে, পারিবারিক কোনও অনুষ্ঠানে ফ্রেমবন্দি হয়েছিল এই বালক। সে এখন বিখ্যাত টলিউড অভিনেতা। দর্শকদের চোখের মণি। বলুন তো, ইনি কে?

Advertisement

এটুকু বলা যায়, ছোটবেলার সঙ্গে মিলে যায় এই তারকার মুখের আদল। এই মুহূর্তে বাংলা ছবির বহু পরিচালকের কাছেই তিনি প্রথম পছন্দের। গোয়েন্দা চরিত্রে তাঁকে বহু বার বড় পর্দায় দেখেছেন আপনি। তবে অন্য ধারার চরিত্রেও তিনি সমান সাবলীল। এ বার কি গেস করতে পারলেন?

এই অভিনেতা বড় হয়েছেন অভিনয়ের পরিবেশেই। বাবা-মা দু’জনেই নাট্যকর্মী। তবুও ছোটবেলা থেকে অভিনয়ের ধারে-কাছে ছিলেন না ইনি। বরং বহু সিনেমায় অভিনয় করার পর সদ্য নাটকের আঙিনায় পা রাখলেন। এ বার নিশ্চয়ই ধরে ফেলেছেন এই তারকার আসল পরিচয়।

Advertisement

আরও পড়ুন, ঋতুদার বকুনিগুলোও মিস করি: সুদীপ্তা

ঠিকই ধরেছেন ইনি আবির চট্টোপাধ্যায়। বহু বাংলা ছবির সফল নায়ক। পুজোতে অরিন্দম শীলের পরিচালনায় ‘ব্যোমকেশ গোত্র’ ছবিতে ফের আবিরকে বড় পর্দায় দেখবেন দর্শক। উপরের ছবিটি আবিরেরই ছোটবেলার।


আবির এখন যেমন।

ছবি: টুইটার এবং ইনস্টাগ্রামের সৌজন্যে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement