Celebrity News

হলিউডে শাহরুখ খান! ‘ক্যাপ্টেন আমেরিকা’ কোন চরিত্রে চাইছেন বলিউডের বাদশাহকে?

এর আগে কিং খান জানিয়েছিলেন, নিজের দেশে তিনি ‘সুপারস্টার’। সম-মর্যাদার কোনও চরিত্রের জন্য হলিউড তাঁকে ভাবলে নিশ্চয়ই বিবেচনা করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫২
Share:

হলিউডে শাহরুখ খান! ছবি: ফেসবুক।

তাঁর ছবির ট্রেলার দুবাইয়ের প্রেক্ষাগৃহে দেখানো হয়। জন্মদিনে বুর্জ খলিফায় ভেসে ওঠে তাঁর ছবি। বিশ্বজোড়া খ্যাতি বলিউড বাদশাহের। কিন্তু তিন দশকেরও বেশি অভিনয় জীবনে তাঁকে দেখা যায়নি হলিউডে। সেই ফাঁকটুকুও নাকি ভরাট হতে চলেছে, এমনই গুঞ্জন বলিউডে। ‘ক্যাপ্টেন আমেরিকা’ তাঁর ‘অ্যাভেঞ্জার’ দলে কিং খানকে চাইছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন তিনি। শাহরুখ কি রাজি হবেন? অভিনেতা এখনও মুখ খোলেননি। তবে গত বছর হলিউডে অভিনয় প্রসঙ্গে জানিয়েছিলেন, নিজের দেশে তিনি ‘সুপারস্টার’। সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি হলিউড তাঁকে ডাকে অবশ্যই তিনি কাজ করবেন।

Advertisement

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিয়োর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচার করতে বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। সেখানেই অ্যান্থনি তাঁর ইচ্ছে প্রকাশ করেন। অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি কোনও বলিউড অভিনেতাকে তাঁর ‘অ্যাভেঞ্জার’ দলে চান? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বলেন, “আমার মনে হয় শাহরুখ খান মানানসই, তিনিই সেরা!” সাক্ষাৎকারের সেই কিয়দংশ ঝলক আকারে ছড়িয়ে পড়তেই উত্তেজিত কিং খানের অনুরাগীরা।

হলিউডি অভিনেতার ইচ্ছা প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন গুঞ্জন, তা হলে কি সকলের অজান্তে হলিউড উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ? শাহরুখের প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে আলিয়া ভট্টও হলিউডে অভিনয় করেছেন। তালিকায় রয়েছেন করিনা কপূর খানও। বিষয়টি নিয়ে যদিও বলিউড অভিনেতা কোনও মন্তব্য করেননি। তবে গত বছরের সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর ইংরেজি উচ্চারণ যথেষ্ট স্পষ্ট। অভিনেতার অভিনয় দর্শক-সমালোচকেরা পছন্দ করেন। ফলে, পছন্দসই চরিত্র পেলে তিনি রাজি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement