নতুন ট্র্যাকে কার্‌স থ্রি

অ্যানিমেটেড ছবি। তবু ‘কার‌‌্স’ মুগ্ধ করেছিল সাত থেকে সত্তর, সকলকে। সেরা অ্যানিমেটেড ফিচার ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার কিংবা অস্কার মনোনয়ন, কোনওটাতেই খুব একটা বেগ পেতে হয়নি।

Advertisement
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৭ ০১:১৫
Share:

অ্যানিমেটেড ছবি। তবু ‘কার‌‌্স’ মুগ্ধ করেছিল সাত থেকে সত্তর, সকলকে। সেরা অ্যানিমেটেড ফিচার ছবির জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার কিংবা অস্কার মনোনয়ন, কোনওটাতেই খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু মুখ থুবড়ে পড়েছিল সে ছবির সিক্যুয়েল ‘কার্‌স টু’। এ ছবিটাই ছিল সম্ভবত ডিজনির একমাত্র ছবি, যাকে প্রবল নিন্দার সম্মুখীন হতে হয়। ‘কার‌্স থ্রি’ তৈরির আগে তাই আটঘাট বেঁধে নেমেছিল ডিজনি। বদল হয় পরিচালক। আগের অনেক ছবির স্টোরিবোর্ড আর্টিস্ট ব্রায়ান ফি-কে ভার দেওয়া হয় পরিচালনার। নতুন ছবির পরিচালক জানান, ‘‘এ ছবিতে আমরা আরও মজা আমদানি করতে চেয়েছি। থাকবে অনেক চমকও।’’

Advertisement

চিত্রনাট্যে চমক নিশ্চয়ই থাকছে। তবে সবথেকে বড় চমকটা হল, এ ছবিতে এক বিশেষ চরিত্রে ভয়েস ওভার করবেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন। তাঁর চরিত্র হল লাইটনিং ম্যাকুইনের ট্রেনার ক্রুজ র‌্যামিরেজের ভয়েস কম্যান্ড অ্যাসিস্ট্যান্ট। নতুন নতুন দ্রুত গতির গাড়ির আমদানিতে বেশ বিপাকে ম্যাকুইন। তাকে পিস্টন কাপ জেতানোর জন্য এগিয়ে আসে ট্রেনার র‌্যামিরেজ। কিন্তু সেটা সহজ নয়। কী করবে লাইটনিং ম্যাকুইন? তিন বারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন কি জেতাতে পারবে তাকে? জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement