আমিরের ছবিতে কেন থাকতে হবে মোদীর উক্তি? ছবি: সংগৃহীত।
শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘সিতারে জ়মিন পর’। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), অর্থাৎ সেন্সর বোর্ডের তরফ থেকে সম্প্রতি ছাড়পত্র পেয়েছে আমির খানের ছবিটি। জানা যাচ্ছে, ছবিতে বেশ কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে সেন্সর বোর্ডের নির্দেশে।
বোর্ডের নির্দেশ ছিল, ছবির শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উক্তি যোগ করতে হবে। বিধিসম্মত সতর্কীকরণেরও আগে মোদীর এই উক্তিটি রাখতে হবে। এখানেই শেষ নয়। কিছু দৃশ্যে ‘কমল’ (পদ্ম) শব্দের ব্যবহার ছিল। বোর্ডের নির্দেশ, সেই শব্দ সরিয়ে দিতে হবে। এই শব্দের ব্যবহার থাকলে তা রাজনৈতিক ভাবে ‘স্পর্শকাতর’ হয়ে পড়তে পারে।
ছবিতে একটি জায়গায় এক মহিলা ব্যবসায়ীকে ‘বিজ়নেসউওম্যান’ বলা হয়েছে। লিঙ্গসাম্য বজায় রাখার জন্য সেই জায়গায় ‘বিজ়়নেসপার্সন’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের নামের বদলে ‘লাভবার্ডস’ শব্দের ব্যবহার করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
প্রথম দিকে শোনা যাচ্ছিল, বোর্ডের এই দাবিগুলি নিয়ে আমির খুব একটা খুশি নন। এই মর্মে তিনি বোর্ডের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন বলেও শোনা যাচ্ছিল। তবে মঙ্গলবার ছবিকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। ছবিটি ২ ঘণ্টা ৩৮ মিনিটের বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বহু দিন পরে বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে আমিরের। তারকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চড্ঢা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই ছবির পরে দীর্ঘদিন বিরতিতে ছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাই ‘সিতারে জ়মিন পর’ নিয়ে তাঁর অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।