Chanchal Chowdhury

চঞ্চল হাওয়ার দাপট আফ্রিকায়, ‘সাদা কালা’ এ বার বিদেশি গায়কের কণ্ঠে

চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বার শিল্পীর অনুরাগীর সন্ধান মিলল আফ্রিকাতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ২০:০৬
Share:

আফ্রিকার গায়কের মুখে ‘সাদা সাদা কালা কালা’। ছবি: সংগৃহীত।

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে তাঁকে নিয়ে চর্চা সর্বত্র। তিনি চঞ্চল চৌধুরী। কখনও কলকাতা, তো কখনও ঢাকা— তাঁর অবাধ বিচরণ। এক কথায় সিনেমার ‘হাওয়া’ বদলে দিয়েছেন তিনি। দর্শক মহলে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যাও। এ বার তাঁর অনুরাগীর খোঁজ মিলল দুই বাংলার গণ্ডি পেরিয়ে সুদূর আফ্রিকায়। ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন বিদেশি এই গায়ক।

Advertisement

শিল্পী জৌটেন আটিকব্লুজ। শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে কানাডাবাসী। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একেবারে ঝরঝরে বাংলায় গান গাইলেন জৌটেন। শিল্পীর কণ্ঠে নিজের ছবির গান শুনে মুগ্ধ চঞ্চল। যন্ত্র বলতে শুধুই গিটার। সেটিই বাজিয়ে গাইছেন জৌটেন। শিল্পীর গায়কি মন কেড়েছে অভিনেতার। নিজের সমাজমাধ্যমের পাতায় শিল্পীর গানটি পোস্ট করে লেখেন, ‘‘হঠাৎ আজ সমাজমাধ্যমে ওঁর গান শুনলাম। তাও আবার বাংলা গান ‘হাওয়া’ ছবির সাদা সাদা কালা কালা। মেঘদল-এর ‘ এ হাওয়া’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরান যাহা চায়’-সহ অনেক গান। ইনবক্সে কথা বললাম, পরিচয় হল, ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম। জৌটেন আটিকব্লুজের সঙ্গী ছিল শুধুই গিটার। আমি মুগ্ধ হয়েছি তাঁর কণ্ঠে, গানে এবং গায়কিতে।’’

পাল্টা উত্তর আসে জৌটেনের তরফে। গায়ক ধন্যবাদ জানিয়ে চঞ্চলকে লেখেন, ‘‘আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার অভিনয়ের গুণমুগ্ধ। ফেসবুকে আপনার এবং আপনার ছেলের ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাওয়ার ভিডিয়ো দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ভিডিয়োটি কয়েক বার দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম গানটি গাওয়ার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন