নতুন লোকনাথ
অরণ্যর জায়গায় দেখা যাবে যুবক বয়সের লোকনাথকে। সেই চরিত্রে অভিনয় করছেন সৌপ্তিক চক্রবর্তী।
অরণ্য ও সৌপ্তিক
Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper
ছোটপর্দার ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের নামভূমিকায় জনপ্রিয় অরণ্য রায়চৌধুরী। কিন্তু চিত্রনাট্য অনুসারে এ বার লোকনাথের বড় হওয়ার পালা। ফলে অরণ্যর জায়গায় দেখা যাবে যুবক বয়সের লোকনাথকে। সেই চরিত্রে অভিনয় করছেন সৌপ্তিক চক্রবর্তী। অগস্ট মাসের শেষ থেকেই হয়তো এই বদল দেখা যাবে ধারাবাহিকে। প্রোমো শুটও হয়ে গিয়েছে। কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন? যেখানে ওই একই চ্যানেলে রানি রাসমণির চরিত্রের কম বয়স থেকে বেশি বয়সেও দিতিপ্রিয়া রায়-ই অভিনয় করে যাচ্ছেন। সেখানে হঠাৎ লোকনাথ বদলের সিদ্ধান্ত কেন নেওয়া হল, সেই নিয়ে ধন্দ রয়েই যাচ্ছে! এই ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম কারণ অরণ্য। গত সপ্তাহে ধারাবাহিকের টিআরপি খানিক কমেছে। নতুন মুখ আশার বদল আনবে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন।
Anandabazar Patrika Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading Newspaper