Bharti Singh

সন্তানের আচরণে হঠাৎ বদল, ঘরে অশুভ শক্তির ছায়া! লাবুবু পুড়িয়ে দিলেন ভারতী, কী করছিল এই পুতুল?

লাবুবু আসার পর থেকে তাঁর বাড়িতে নানা অশুভ শক্তির আনাগোনা দেখা গিয়েছে। এমনকি তিন বছরের পুত্র সন্তানের আচার আচরণেও নাকি এসেছে বদল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১১:৩৬
Share:

লাবুবু পুতুল জ্বালিয়ে দিলেন ভারতী সিংহ। ছবি: সংগৃহীত।

বড় বড় চোখ। মুখে হাসি নেই। কিন্তু বার করে রয়েছে ভয়ঙ্কর দাঁত। তাও হঠাৎই ভাইরাল লাবুবু পুতুল। আবিশ্ব পুতুলপ্রেমী মানুষ হঠাৎ মজেন লাবুবুতে। কেউ ঘর সাজিয়েছেন, কেউ আবার ব্যাগ বা পোশাকের সঙ্গে সাজের অঙ্গ হিসেবে ব্যবহার করেছেন। শিশু থেকে পরিণত বয়স্ক, কেউই বাদ যায়নি এই লাবুবু-ঝড় থেকে। কিন্তু এই লাবুবু পুতুল নিয়ে নাকি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এ জন্য নাকি তাদের জীবনে নেমে আসছে অন্ধকার ছায়া। ঘটে যাচ্ছে একের পর এক অশুভ কাণ্ড। একই অভিজ্ঞতা ভারতী সিংহেরও। বাধ্য হয়ে লাবুবু পুতুল জ্বালিয়ে দিয়েছেন কৌতুকশিল্পী।

Advertisement

সম্প্রতি একটি ভ্লগে ভারতীকে তাঁর পুত্র গোল্লার পুতুল জ্বালিয়ে দিতে দেখা গিয়েছে। তাঁর দাবি, লাবুবু আসার পর থেকে তাঁর বাড়িতে নানা অশুভ শক্তির আনাগোনা দেখা গিয়েছে। এমনকি তিন বছরের পুত্রসন্তানের আচার আচরণেও নাকি এসেছে বদল। তাই শেষমেশ লাবুবু পুতুলটি পুড়িয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।

পুত্র গোল্লার জন্য এই লাবুবু কিনে এনেছিলেন ভারতীর স্বামী অর্থাৎ হর্ষ লিম্বাচিয়া। তার পর থেকেই বাচ্চাটির মধ্যে নানা বদল আসতে থাকে। ভারতী ভিডিয়োতে বলেছেন, “যে দিন থেকে এই লাবুবু এসেছে, সেই দিন থেকে গোল্লা খুব বেশি দুষ্টু হয়ে গিয়েছে।” গোল্লা প্রায়ই নাকি অকারণে চিৎকার করে এবং জিনিসপত্র ছুড়ে ছুড়ে ফেলে। কোনও কথাই নাকি সে আর শোনে না। প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ভারতী। কিন্তু ক্রমশ বুঝতে পারেন, কিছু সমস্যা তৈরি করছে এই লাবুবু পুতুল। তাই ক্যামেরার সামনে এসেই এই পুতুল পুড়িয়ে দেন কৌতুকশিল্পী। ভারতী বলেছেন, “হয়তো আমি একটু বেশিই প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি। টাকাও নষ্ট করেছি। কিন্তু আমি আর ঝুঁকি নিতে পারছি না। সবাই আমাকে বলেছিল, এই পুতুলকে দেখতে খুবই ভয়ঙ্কর। পুতুলটা ব্যাগে ঝুলিয়ে বেরোলে সবাই জিজ্ঞাসা করত, এটা কী!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement