Sunil Pal

দীর্ঘ ক্ষণ নিখোঁজ সুনীল পাল! কৌতুকাভিনেতাকে কি ‘অপহরণ’ করা হয়? কী জানাল পরিবার?

খুঁজে পাওয়া যাচ্ছিল না সুনীলকে। ফোনে যোগাযোগও করে ব্যর্থ হতে হয়। স্বামীর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হন সুনীলের স্ত্রী সরিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:২৫
Share:

নিখোঁজ সুনীল পাল। ছবি: সংগৃহীত।

অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার কথা ছিল। ফেরেননি। কোনও ভাবেই যোগাযোগ করেননি পরিবারের সঙ্গে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অবশেষে খোঁজ মিলল কৌতুকাভিনেতা সুনীল পালের।

Advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের বাইরে একটি অনুষ্ঠান ছিল তাঁর। সেখানেই গিয়েছিলেন সুনীল। কিন্তু তার পর থেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে। বার বার ফোন করেও যোগাযোগ করতে পারেনি পরিবার। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন সুনীলের স্ত্রী সরিতা। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সরিতা জানান, গত সোমবার একটি অনুষ্ঠানে মুম্বইয়ের বাইরে যেতে হয় সুনীলকে। মঙ্গলবারই ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও তিনি ফিরে না আসায় শুরু হয় খোঁজ। কিন্তু ফোন না পেয়ে আরও দুশ্চিন্তায় পড়েন স্ত্রী।

Advertisement

এ দিকে পুলিশে অভিযোগ দায়ের করার পর কয়েক ঘণ্টা যেতে না যেতেই খোঁজ মেলে সুনীলের।

সুনীলের দাবি, তিনি দিল্লিতে ছিলেন। ফোন চুরি হয়ে যাওয়ায় যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। সরিতা জানান, স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছে। পুলিশের সঙ্গেও সুনীলের কথা হয়েছে।

কিন্তু কী ঘটেছিল সুনীলের সঙ্গে? কী করে তিনি দিল্লি পৌঁছলেন, কোথায় খোয়া গেল ফোন, কিছুই জানা যায়নি এখনও। প্রশ্ন উঠছে, তবে কি অভিনেতাকে অপহরণ করা হয়েছিল?

জানা গিয়েছে, পুলিশের সঙ্গে কথা বলার সময় মুম্বইয়ের বিমান ধরার তাড়া আছে বলে জানিয়েছেন সুনীল।

ঠিক কোন সমস্যায় তিনি পড়েছিলেন তা এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement