Gulabo Sitabo

ওটিটি রিলিজ় নিয়ে পরিচালকের সঙ্গে মনোমালিন্যে বিরক্ত আয়ুষ্মান

‘গুলাবো সিতাবো’ই প্রথম বড় ছবি যেটি সিনেমা হলে রিলিজ়ের বদলে অনলাইন মাধ্যমে আসছে।

Advertisement

দীক্ষা দত্ত

মুম্বই শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ০০:০১
Share:

সুজিত ও আয়ুষ্মান

গত ২৩ মে ‘গুলাবো সিতাবো’ নিয়ে শেষ পোস্ট করেছিলেন আয়ুষ্মান খুরানা। অথচ আগামী শুক্রবারই ছবিটির ওটিটি প্রিমিয়ার হচ্ছে। ছবি নিয়ে আয়ুষ্মানের তরফে কোনও বক্তব্যও শোনা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায়ও তিনি চুপ। সূত্রের খবর, ‘গুলাবো সিতাবো’র ওটিটি রিলিজ় নিয়ে বিরক্ত অভিনেতা। তিনি নাকি পরিচালক সুজিত সরকারের কাছে তাঁর আপত্তি স্পষ্টও করে দিয়েছিলেন। আয়ুষ্মানের মূল আপত্তি, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে জানানো হয়নি।

Advertisement

‘গুলাবো সিতাবো’ই প্রথম বড় ছবি যেটি সিনেমা হলে রিলিজ়ের বদলে অনলাইন মাধ্যমে আসছে। আয়ুষ্মানের তো বটেই, অমিতাভ বচ্চনেরও প্রথম ওটিটি প্রিমিয়ার। যে দিন সুজিত প্রথম ঘোষণা করেন ছবিটি অ্যামাজ়ন প্রাইমে প্রিমিয়ার হবে, সে দিন আয়ুষ্মান-অমিতাভ দু’জনেই খবরটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার পরে নাকি আয়ুষ্মান নিজের আপত্তির কথা জানান পরিচালককে। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় বলেও খবর। তবে পরিচালক-অভিনেতা কেউই চান না, এই মতবিরোধের বিষয়টি প্রকাশ্যে আসুক। তবে প্রচারে যে আয়ুষ্মান থাকবেন না, তা বেশ বোঝা যাচ্ছে। এর আগে সুজিতের সঙ্গে ‘ভিকি ডোনর’ করেছিলেন অভিনেতা। ছবিটি জাতীয় পুরস্কার পায়। আয়ুষ্মানের উত্থানও ওই ছবি দিয়েই। সে ক্ষেত্রে সুজিতের সঙ্গে সম্পর্ক নষ্ট করাটা অভিনেতার জন্যও সুখকর নয় বলে মনে করেছেন ইন্ডাস্ট্রির অনেকে। মনোমালিন্য চাপা দেওয়ার জন্য নাকি ছবিটির দু’-একটি পোস্ট বড়জোর আয়ুষ্মান করতে পারেন।

এ দিকে আজ থেকেই সুজিত তাঁর অন্য ছবি ‘উধম সিং’-এর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সে কথা। ভিকি কৌশল অভিনীত এই ছবিটির বাজেট ‘গুলাবো সিতাবো’র তুলনায় বেশি। তাই ব্যবসায়িক স্বার্থেই আয়ুষ্মান-অমিতাভ অভিনীত ছবিটি ওটিটিতে ছেড়ে দিলেন সুজিত। ‘গুলাবো সিতাবো’ অনলাইনে আসায় যে সব ডিস্ট্রিবিউটররা সিনেমা হলের স্বত্ব কিনেছিলেন, তাঁরা ইন্টারেস্ট-সহ টাকা ফেরতের দাবি জানিয়েছিলেন। কলকাতার এক ডিস্ট্রিবিউটর জানাচ্ছেন, তিনি সুদ সমেত টাকা ফেরত পেয়ে গিয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন