Entertainment News

দীপিকা-রণবীরের বিয়ে, কেঁদে ফেললেন কে?

বিয়ের ঘোষণার পরই শোনা গিয়েছিল, এই বিয়েতে নিমন্ত্রিতদের কোনও ছবি না তুলতে অনুরোধ করেছেন দীপিকা-রণবীর। ফলে উপস্থিত কেউই এখনও পর্যন্ত অনুষ্ঠানের কোনও ছবি শেয়ার করতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১২:৪২
Share:

হবু দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

এ যেন রূপকথার বিয়ে। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের বিয়েতে যাঁরা এই মুহূর্তে ইতালিতে রয়েছেন, তাঁরা অন্তত এমনটাই ব্যাখ্যা দিচ্ছেন।

Advertisement

বিয়ের ঘোষণার পরই শোনা গিয়েছিল, এই বিয়েতে নিমন্ত্রিতদের কোনও ছবি না তুলতে অনুরোধ করেছেন দীপিকা-রণবীর। ফলে উপস্থিত কেউই এখনও পর্যন্ত অনুষ্ঠানের কোনও ছবি শেয়ার করতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন।

যেমন, রণবীর সিংহের স্টাইলিস্ট নিতাশা গৌরব। তিনি টুইট করেন, ‘কোনও ছবি নেই। কিন্তু আজকের দিনে ওদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে। আমি তো কান্না থামাতেই পারছি না। আর এই চোখের জল আনন্দের...।’

Advertisement

আরও পড়ুন, বিয়ে করতে ইতালি যাওয়ার আগে কী বললেন দীপিকা?

মঙ্গলবার ইতালিতে এই জুটির সঙ্গীত। এর পর ১৪ এবং ১৫ নভেম্বর ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। কন্নড় এবং উত্তর ভারতীয় রীতি মেনে বিয়ে হবে তাঁদের। সি-প্লেনে চড়ে নাকি বিয়ে করতে যাবেন রণবীর। বরযাত্রীদের জন্য বিলাসবহুল পালতোলা নৌকোর ব্যবস্থা করা হয়েছে। ইতালি থেকে ফিরে আগামী ২৮ নভেম্বর মুম্বইতে তাঁদের রিসেপশন হবে বলে জানা গিয়েছে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement