এ বার আসছে দবাং থ্রি !

ব্রেকিং নিউজ! ঈদে আবারও পর্দায় হাজির হবেন চুলবুল পাণ্ডে। তবে অপেক্ষা করতে হবে। মেওয়া সবুরেই ফলে। এ ক্ষেত্রে অপেক্ষা করতে হবে মাত্র দু’বছর। কেন না ২০১৭ সালের ঈদেই দাবাং সিরিজের তৃতীয় সিকুয়েল নিয়ে বড় পর্দায় হাজির হবেন সলমন খান।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ১৯:২৩
Share:

ব্রেকিং নিউজ! ঈদে আবারও পর্দায় হাজির হবেন চুলবুল পাণ্ডে। তবে অপেক্ষা করতে হবে। মেওয়া সবুরেই ফলে। এ ক্ষেত্রে অপেক্ষা করতে হবে মাত্র দু’বছর। কেন না ২০১৭ সালের ঈদেই দাবাং সিরিজের তৃতীয় সিকুয়েল নিয়ে বড় পর্দায় হাজির হবেন সলমন খান। তবে নায়িকা সোনাক্ষী সিনহাই থাকছেন কি না তা নিয়ে মুখ খুলছেন না কেউই।

Advertisement

সলমন খানের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে আজকে অন্যতম নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘কিক’‌য়ে একসঙ্গে অভিনয় করার পর ‘বজরঙ্গি ভাইজান’‌য়েও তাঁকে দেখা যাবে সলমনের সঙ্গে। তাই নয়, পরের ঈদে মুক্তি পাবে যে ছবি, সেই ‘সুলতান’‌য়েও রয়েছেন নওয়াজ। সুলতানে সলমনকে দেখা যাবে এক কুস্তিগীরের চরিত্রে। ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।

তবে এ সবের থেকে বড় খবর আজকের বলিউডে একটাই। সম্ভবত ২০১৭-র ঈদে আবার আমরা চুলবুল পান্ডেকে দেখতে পাব। তখনই ‘দবাং থ্রি’ রিলিজ করছেন সল্লু মিঞা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement